দেড় বছরও অপেক্ষা করতে হবে না তার আগেই বিধানসভা ভোট বলে জানিয়ে দিলেন শুভেন্দু
Bengal Times News, 13 March 2024
সৈয়দ আবু জাফর, রানাঘাট : "মমতা ব্যানার্জীর পুরো পরিবারটাই দুর্নীতিতে যুক্ত, এবার লোকসভায় যে আসন সংখ্যা বিজেপি পেতে চলেছে দেড় বছরও অপেক্ষা করতে হবে না তার আগেই বিধানসভা ভোট হবে"। এদিন নদীয়ার রানাঘাটে প্রকাশ্য জনসভা থেকে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নদীয়ার দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে এদিন রানাঘাটে একটি জনসভার আয়োজন করা হয়। সেখানেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বক্তব্য দিতে গিয়ে দীর্ঘক্ষণ রাজ্য সরকারকে আক্রমণ করেন। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "মমতা ব্যানার্জীর পরিবারে এখন ভাগাভাগি নিয়ে ঝামেলা বেধেছে। ভাইপো বেশি পাবে না ভাই বেশি পাবে তা সামলাতেই ব্যস্ত পিসি। পুরো পরিবারটাই দুর্নীতির সঙ্গে যুক্ত"
তিনি বলেন ২০১১ সালে ক্ষমতায় আসার পর হরিশ চ্যাটার্জী এবং কালীঘাট সম্পূর্ণ দখল করে নিয়েছে মমতার পরিবার। শুধু তাই নয়। ক্রীড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মমতা ব্যানার্জীর পরিবার জোর করে দখল নিয়েছে। আর এই সম্পূর্ণটাই হয়েছে মমতা ব্যানার্জীর দৌলতে। তিনি মমতা ব্যানার্জীর ভাই বাবুন ব্যানার্জীকে উদ্দেশ্য করে বলেন, উনি যদি বিজেপি সম্পর্কে আর একটাও কু কথা বলেন তাহলে গত দুদিন ধরে বিজেপির সঙ্গে তিনি কি কি আলোচনা করেছেন তা সম্পূর্ণ ফাঁস করে দেব। অন্যদিকে সি এ এ নিয়েও রাজ্য সরকারকে কড়া আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন ২০১৯ সালে ঠাকুর বাড়িতে এসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা দিয়েছিলেন তার ক্ষমতা শেষ হওয়ার আগেই তিনি সিএএ লাগু করে যাবেন। আর সেই কথা তিনি রেখেছেন। মতুয়া ঠাকুর বাড়ির দীর্ঘদিনের লড়াই আজ সফল হয়েছে। দেশের সকল সাধারণ মানুষ বুঝতে পেরেছে এটা নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। রাজ্য সরকার যতই চক্রান্ত করুক কোন কাজ হবে না। পাশাপাশি লোকসভা নির্বাচন নিয়ে তিনি বলেন, আগামী লোকসভা নির্বাচনে আমরা যে সংখ্যক আসন পেতে চলেছি তাতে করে আর দেড় বছর বিধানসভা ভোটের জন্য অপেক্ষা করতে হবে না। তার আগেই বিধানসভা ভোট হবে। শুধু সবাইকে বলবো তৃণমূলের মত খারাপ ব্যবহার করবেন না।। মাথা ঠান্ডা রাখবেন সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন।