Upantika mini township
বর্ধমানের কামনাড়ায় উন্মুক্ত পরিবেশে উপান্তিকা উপনগরীর পত্তন
Bengal Times News, 19 February 2024
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : শহর বর্ধমান ক্রমবর্ধমান। উল্লাস, রেনেসাঁ টাউনশিপের পর এবার গড়ে উঠছে উপান্তিকা উপনগরী। বর্ধমান শহরের উপকণ্ঠে বর্ধমান ১ নং ব্লকের কামনাড়া এলাকায় গড়ে উঠেছে এই উপনগরী। বি পি পোদ্দার গ্রুপ ও বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির যৌথ উদ্যোগে উপান্তিকা উপনগরীর পত্তন। ইতিমধ্যেই ওয়ান বিএইচকে এবং টু বিএইচকে দুটি আবাসন গড়ে ১৭ ফেব্রুয়ারি উপান্তিকা উপনগরীর আনুষ্ঠানিক সূচনা হলো। উপান্তিকায় ফ্লাট পছন্দ করে আজ থেকেই মালিক হওয়ার দরজা খুলে দিয়েছেন বি পি পোদ্দার গ্রুপ।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি পি পোদ্দার গ্রুপের চেয়ারম্যান অরুণ পোদ্দার, ম্যানেজিং ডিরেক্টর আয়ুস পোদ্দার, চিফ এক্সিকিউটিভ অফিসার নারায়ন আগারওয়াল, জেনারেল ম্যানেজার প্রদীপ ঘোষ, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলি তা গুপ্ত, ভাইস চেয়ারম্যান আইনুল হক সহ অন্যান্যরা।
১৭ ফেব্রুয়ারি এক সাংবাদিক সম্মেলনে বি পি পোদ্দার গ্রুপের চেয়ারম্যান অরুণ পোদ্দার জানান, বর্ধমান শহরের গা ঘেঁষে উন্মুক্ত পরিবেশে বিশ্বমানের আবাসন প্রকল্প উপান্তিকা'র শুভ সূচনা হলো। ৭৬ একর জায়গার উপর মিনি টাউনশিপ গড়ে উঠছে। এ ব্যাপারে বি ডি এ সর্বতোভাবে সহযোগিতা করে চলেছে।
বর্ধমান উন্নয়ন সংস্থার ভাইস চেয়ারম্যান আইনুল হক জানান, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্তরাও যাতে বিশ্বমানের আবাসনের সুযোগ পান সেই ব্যাপারে বি ডি এ অগ্রণী ভূমিকা নিয়েছে। এই কাজে এগিয়ে এসেছে রাজ্যের বিশিষ্ট শিল্প গোষ্ঠী বি পি পোদ্দার গ্রুপ। বি পি পোদ্দার গ্রুপ এর সঙ্গে যৌথভাবে কাজ করে উপান্তিকা আবাসন প্রকল্প। রাজ্যের অন্যতম সংযোগস্থল বর্ধমান। বর্ধমান শহরের উপর পার্শ্ববর্তী জেলাগুলি থেকে বহু মানুষ বসবাস করার জন্য আসছেন। বর্ধমান শহরের চাপ কমানোর জন্য বর্ধমান শহরের উপকণ্ঠে কামনাড়াতে এই আবাসন প্রকল্প গড়ে তোলা হয়েছে। এখান দিয়ে বয়ে গেছে ছোট একটি নদী। নদীর পাড় বরাবর সৌন্দর্যায়নের মাধ্যমে উপান্তিকা আকর্ষণীয় হয়ে উঠবে।
বি পি পোদ্দার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আয়ুস পোদ্দার বলেন, বর্ধমান স্টেশন থেকে ৫/৭ মিনিট সময়ে উপান্তিকায় চলে আসা যাবে। এখানে ষাট শতাংশ উন্মুক্ত জায়গায় বিশ্বমানের আবাসনের পাশাপাশি থাকছে, ক্লাব হাউস, লাইব্রেরী, কমিউনিটি হল, টেবিল টেনিস রুম, সুইমিং পুল, হেলথ ক্লাব, জোগাড়স ট্রাক, কনভেনিয়েন্স স্টোর, ফার্মেসি, ডক্টরস চেম্বার, এলডারলি সিটিং এরিয়া, ব্যাডমিন্টন কোর্ট, গার্ডেন, স্কুল চিলড্রেন প্লে এরিয়া, বিজনেস সেন্টার। ফলে উপান্তিকায় মানুষ স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন।
বি পি পোদ্দার গ্রুপের জেনারেল ম্যানেজার প্রদীপ ঘোষ জানান, উপান্তিকা হাউসিং প্রজেক্টে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। বর্তমানে ওয়ান বিএইচকে এবং টু বিএইচকে বুকিং শুরু হয়ে গেছে। ওয়ান বিএইচকে দাম পড়ছে ১২ লক্ষ টাকা এবং টু বিএইচকে ফ্লাট মাত্র ২২ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। যেকোনো ব্যাঙ্ক থেকে ফ্লাট নেওয়ার জন্য লোনের সুবন্দোবস্ত আছে।
এদিন বিভিন্ন ব্যাঙ্কের তরফে লোন দেওয়ার জন্য স্পট স্যাংশনের ব্যবস্থা ছিল। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যাঙ্কের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ার বর্ধমান রিজওন এর এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (রেসম্যাক) অরিজিৎ চন্দ, চিফ ম্যানেজার কঙ্কন চৌধুরী স্বয়ং উপস্থিত ছিলেন। তাঁরা জানান, শুধু স্পট স্যাংশন নয়, যেকোনো সময় চাইলে স্টেট ব্যাঙ্ক হোম লোন দেবে।