Scientist K V S Bhaskar
এন আই টি দুর্গাপুরের গ্লোবাল মিটে সংবর্ধিত হলেন বিশিষ্ট বিজ্ঞানী কে ভি এস ভাস্কর
Bengal Times News, 18 January 2024
অমিত মিত্র, দুর্গাপুর : ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি- দুর্গাপুর অ্যালামনি অ্যাসোসিয়েশন এর ২২ তম গ্লোবাল মিট মহাসমারোহে অনুষ্ঠিত হলো। ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় থাকা এন.আই.টি দুর্গাপুর যার পূর্ব নাম ছিল রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজ, তার কয়েক শত প্রাক্তনী এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। ১৪ জানুয়ারি প্রধান অতিথি হিসেবে দুর্গাপুর স্টিল এবং বার্নপুর স্টিল প্লান্ট এর ডিরেক্টর ইনচার্জ বিজেন্দ্র প্রতাপ সিং প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন. আই. টি দুর্গাপুর এর ডিরেক্টর প্রফেসর অরবিন্দ চৌবে। অনুষ্ঠানে ১৯৭৪ ব্যাচের স্টুডেন্টদের গ্রাজুয়েশন এর সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে সম্মানিত করা হয়। সংবর্ধিত হন প্রাক্তন প্রফেসর (মেটালার্জি ) রবিন রায় এবং প্রফেসর বিপি মুখোপাধ্যায় (ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি)। অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল এই কলেজেরই প্রাক্তনী চন্দ্রায়ন তিন এর ভূতপূর্ব বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার কে ভি এস ভাস্করকে সংবর্ধিত করা।
শ্রী ভাস্কর বর্তমানে ভারতের মহাকাশ গবেষণাগার ইসরো তে প্রজেক্ট ডিরেক্টর - নেভিগেশনে স্যাটালাইট কনস্টেলেশন। উনি চন্দ্রায়ন - ৩ এর জন্য লেজার ইনডিউসড ব্রেকডাউন স্প্রেক্টোস্কোপ ডিজাইন করেছিলেন যা চন্দ্রপৃষ্ঠের উপর অবস্থিত পদার্থের বিশ্লেষণে সহায়ক হয়েছিল। চন্দ্রায়ন - ৩ অভিযানে ওনার অবদানের জন্য এন আই টি দূর্গাপুর অ্যালমনি অ্যসোশিয়েশন বিশিষ্ট অ্যালমনাই হিসাবে তাঁকে নির্বাচন করে পুরষ্কৃত করেন। এই সমগ্র সংবর্ধনায় যে মেমেন্টো দেওয়া হয়েছে সেটি একটি এন.আই. টি দুর্গাপুরের মেন এডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের আদলে তৈরি রিলিফ, যেটা বানিয়েছেন প্রখ্যাত ভাস্কর প্রদীপ সুর।
প্রাক্তনীদের এই মিলনমেলা কলেজের বর্তমান ছাত্রছাত্রীরাও উপভোগ করেন এবং অনুপ্রাণিত হন সে কথা বলা বাহুল্য। আয়োজকদের তরফ থেকে ইঞ্জিনিয়ার তরুণ কুমার দত্ত জানান যে শুধুমাত্র মিলন মেলা নয়, বর্তমান কলেজের মান উন্নয়নের জন্য এবং পড়ুয়া ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য এই অ্যাসোসিয়েশন কাজ করে চলবে।