SCROLL

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

High court আদালত অবমাননা মামলায় জমির মালিক পেলেন ক্ষতিপূরণ

 


High court

আদালত অবমাননা মামলায় জমির মালিক পেলেন ক্ষতিপূরণ 




Molla Jasimuddin
Bengal Times News, 17 January 2024

মোল্লা জসিমউদ্দিন, কলকাতা : আদালত অবমাননা মামলায় জমি মালিক পেলেন ক্ষতিপূরণ। উল্লেখ্য গত বছরের জুন মাসে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি শুভ্রা ঘোষ এক জমি অধিগ্রহণ মামলায় জমিদাতা কে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ জারি করেছিলেন। তাও দু মাসের সময়সীমা বেঁধে এই নির্দেশ জারি করা হয়েছিল। দুমাসের জায়গায় ছয় মাস অতিক্রান্ত হলেও ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কোন উদ্যোগ চোখে পড়ছিলো না। তাই বাধ্য হয়ে আদালত অবমাননা মামলা দাখিল করেন জমিদাতা। চলতি সপ্তাহে বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর আগেকার নির্দেশিকা কার্যকর না হওয়ার জন্য একপ্রকার ক্ষোভ উগরে দেন। এবং দ্রুত নির্দেশ কার্যকর করার নির্দেশ দেন। আদালতের এহেন নির্দেশে জমিদাতা আপাতত প্রায় দশ লক্ষ টাকা পাচ্ছেন বলে জানিয়েছেন মামলাকারীর আইনজীবী বৈদূর্য ঘোষাল। প্রায় দু দশক পর মিললো আইনী জয়। দীর্ঘ ২৩ বছর পর আইনি লড়াইয়ের মাধ্যমে ক্ষতিপূরণ পেতে চলেছেন উত্তর দিনাজপুরের সন্তোষ বিশ্বাস। উত্তর দিনাজপুর জেলার সন্তোষ বিশ্বাস এর জমি গত ২০০০ সালে তিস্তা ব্যারেজ প্রকল্পে ১৮৯৪ সালের 'জমি অধিগ্রহণ আইন অনুযায়ী' অধিগ্রহণ করেছিল তৎকালীন বাম সরকার। জমি অধিগ্রহণ হলেও কোনো রকম আর্থিক ক্ষতিপূরণ পাননি অধিগৃহীত জমির মালিক সন্তোষ বিশ্বাস। ক্রমাগত বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরতে থাকেন দিনের পর দিন। সংশ্লিষ্ট দপ্তর কে চিঠি পাঠিয়ে দেন তিনি। অবশেষে গত ২০১৪ সালে জেলাশাসক এর দপ্তরে আবেদন জানান তিনি। ২০১৪ সালে বর্তমান সরকার ২০১৩ সালের নতুন জমি অধিগ্রহণ আইন অনুযায়ী জমিটি সরাসরি কিনে নেবার কথা বললেও কোনো সদর্থক পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। অবশেষে মামলাকারী সন্তোষ বিশ্বাস কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। মামলাকারীর আইনজীবী বৈদুর্য ঘোষাল জানান- 'মামলাটি বিচারপতি শুভ্রা ঘোষ জলসম্পদ দপ্তরের সচিব কে আগামী দুমাসের মধ্যে বিষয়টি দেখতে এবং সন্তোষ বিশ্বাস কে তার প্রাপ্য ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছিলেন। তা কার্যকর না হওয়ার আদালত অবমাননা মামলা হয়। গত সোমবার আগেকার নির্দেশিকা কার্যকর করার নির্দেশ দেন বিচারপতি। দীর্ঘ ২৩ বছর পর অবশেষে বিচার পেলেন সন্তোষ বিশ্বাস। সরকারি আইনজীবী জানিয়েছেন - 'জলসম্পদ দপ্তরের সচিব উপযুক্ত ব্যাক্তি হিসেবে ঐ বিষয়টির তত্ত্বাবধান করবে'। দীর্ঘ ২৩ বছর পর অবশেষে আলোর মুখ দেখতে পেলেন এই মামলাকারী। চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আদালত অবমাননা মামলায় এই নির্দেশ জারি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad