Election TMC Winner
সমবায় সমিতির নির্বাচনে বিজয়ী তৃণমূল পন্থী প্রার্থীরা
Bengal Times News, 29 January 2029
সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : তাঁত কাপড় হাটের পরিচালন সমিতির নির্বাচনে বিজয়ী তৃণমূল পন্থী শাসক গোষ্ঠী। রবিবার সন্ধ্যে নাগাদ ফলাফল ঘোষণা হতেই তৃণমূল পন্থী ক্ষমতাসীন-গোষ্ঠী পুনরায় জয়লাভ করে। ১২ আসন বিশিষ্ট নবদ্বীপ থানা কো-অপারেটিভ মার্কেটিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি লিমিটেড বা তাঁত কাপড় হাটের পরিচালন সমিতির নির্বাচনে প্রতিপক্ষ বিরোধীকে ১০-২ ব্যবধানে পরাজিত করে পুনরায় পরিচালন সমিতির ক্ষমতা ধরে রাখল তৃণমূলপন্থী শাসক গোষ্ঠী। ২০১৮ সালের পর আবারও ক্ষমতায় তৃণমূল পন্থী শাসক গোষ্ঠী।
নির্বাচন প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। রবিবার সকাল ১১ টায় শুরু হয় নির্বাচন পর্ব। ২৪২ জন ভোটারের মধ্যে ১৯৬ জন এদিন ভোট দিয়েছেন। দুপুর দুটোয় শেষ হয় ভোট গ্রহণ পর্ব। বিকেল তিনটে থেকে শুরু হয় ভোট গণনা। গণনা শেষে ১২ আসন বিশিষ্ট সমবায় সমিতির নির্বাচনে ক্ষমতাসীন গোষ্ঠীর ১২ জন প্রার্থীর মধ্যে ১০ জন জয়ী হয়। অপরদিকে বিরোধীদের ২ জন প্রার্থী জয়ী হয়। পুরো নির্বাচন প্রক্রিয়াটি সম্পন্ন করেন সেন্ট্রাল কো-অপারেটিভ এর ৩ ডেভেলপমেন্ট আধিকারিক সহ ৮ সদস্য।
জয়ী বিরোধী প্রার্থী বৈদ্যনাথ দেবনাথের অভিযোগ, দীর্ঘ সাত বছর পর পরিচালন সমিতির নির্বাচন হল। তিনি আরও অভিযোগ করেন, সম্পূর্ণ লুকিয়ে এই নির্বাচন প্রক্রিয়াটা করতে চাইছিল ক্ষমতাসীন গোষ্ঠী। কিন্তু আমরা শেষ মুহূর্তে জানতে পেরে প্রার্থী হিসেবে মাত্র ২ জন মনোনয়নপত্র জমা দিতে পেরেছি।
জয়ী বিরোধী সদস্যের অভিযোগ খণ্ডন করে তৃণমূলপন্থী ক্ষমতাসীন গোষ্ঠীর সব থেকে বেশি ব্যবধানে বিজয়ী প্রার্থী গৌর গোপাল সাহা জানান, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। রীতিমত দু'দুবার একটি প্রথম শ্রেণীর দৈনিক কাগজের পাশাপাশি তাঁত কাপড় হাট ভবনের নোটিশ বোর্ডে নির্বাচনী সমস্ত বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছিল বহু আগেই। তারপরও এমন অভিযোগ মানা যায় না। পরিচালন সমিতির সম্ভাব্য সম্পাদক গৌর গোপাল সাহা আরও বলেন, আগামী দিনে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব।