SCROLL

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Election TMC Winner সমবায় সমিতির নির্বাচনে বিজয়ী তৃণমূল পন্থী প্রার্থীরা


 

Election TMC Winner 

সমবায় সমিতির নির্বাচনে বিজয়ী তৃণমূল পন্থী প্রার্থীরা 




Saiyad Abu Jafar
Bengal Times News, 29 January 2029

সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : তাঁত কাপড় হাটের পরিচালন সমিতির নির্বাচনে বিজয়ী তৃণমূল পন্থী শাসক গোষ্ঠী। রবিবার সন্ধ্যে নাগাদ ফলাফল ঘোষণা হতেই তৃণমূল পন্থী ক্ষমতাসীন-গোষ্ঠী পুনরায় জয়লাভ করে। ১২ আসন বিশিষ্ট নবদ্বীপ থানা কো-অপারেটিভ মার্কেটিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি লিমিটেড বা তাঁত কাপড় হাটের পরিচালন সমিতির নির্বাচনে প্রতিপক্ষ বিরোধীকে ১০-২ ব্যবধানে পরাজিত করে পুনরায় পরিচালন সমিতির ক্ষমতা ধরে রাখল তৃণমূলপন্থী শাসক গোষ্ঠী। ২০১৮ সালের পর আবারও ক্ষমতায় তৃণমূল পন্থী শাসক গোষ্ঠী।

নির্বাচন প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। রবিবার সকাল ১১ টায় শুরু হয় নির্বাচন পর্ব। ২৪২ জন ভোটারের মধ্যে ১৯৬ জন এদিন ভোট দিয়েছেন। দুপুর দুটোয় শেষ হয় ভোট গ্রহণ পর্ব। বিকেল তিনটে থেকে শুরু হয় ভোট গণনা। গণনা শেষে ১২ আসন বিশিষ্ট সমবায় সমিতির নির্বাচনে ক্ষমতাসীন গোষ্ঠীর ১২ জন প্রার্থীর মধ্যে ১০ জন জয়ী হয়। অপরদিকে বিরোধীদের ২ জন প্রার্থী জয়ী হয়। পুরো নির্বাচন প্রক্রিয়াটি সম্পন্ন করেন সেন্ট্রাল কো-অপারেটিভ এর ৩ ডেভেলপমেন্ট আধিকারিক সহ ৮ সদস্য।

জয়ী বিরোধী প্রার্থী বৈদ্যনাথ দেবনাথের অভিযোগ, দীর্ঘ সাত বছর পর পরিচালন সমিতির নির্বাচন হল। তিনি আরও অভিযোগ করেন, সম্পূর্ণ লুকিয়ে এই নির্বাচন প্রক্রিয়াটা করতে চাইছিল ক্ষমতাসীন গোষ্ঠী। কিন্তু আমরা শেষ মুহূর্তে জানতে পেরে প্রার্থী হিসেবে মাত্র ২ জন মনোনয়নপত্র জমা দিতে পেরেছি।

জয়ী বিরোধী সদস্যের অভিযোগ খণ্ডন করে তৃণমূলপন্থী ক্ষমতাসীন গোষ্ঠীর সব থেকে বেশি ব্যবধানে বিজয়ী প্রার্থী গৌর গোপাল সাহা জানান, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। রীতিমত দু'দুবার একটি প্রথম শ্রেণীর দৈনিক কাগজের পাশাপাশি তাঁত কাপড় হাট ভবনের নোটিশ বোর্ডে নির্বাচনী সমস্ত বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছিল বহু আগেই। তারপরও এমন অভিযোগ মানা যায় না। পরিচালন সমিতির সম্ভাব্য সম্পাদক গৌর গোপাল সাহা আরও বলেন, আগামী দিনে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad