Art Exhibition
ইস্টার্ন রেলের ইঞ্জিনিয়ার -এর চমকপ্রদ চিত্র প্রদর্শনী
Bengal Times News, 29 January 2024
অমিত মিত্র, চন্দননগর : তুহিন রক্ষিত ইস্টার্ন রেলের সিগন্যাল ডিভিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার। পেশায় ইঞ্জিনিয়ার তুহিন বাবুর ধ্যান, জ্ঞান, নেশা ছবি আঁকা। জলরং, অয়েল এবং এ্যক্রিলিক অন ক্যানভাসে অনাবিল এবং অনায়াস বিচরণ তাঁর।
সম্প্রতি শ্রী রক্ষিতের ৬৫ টি চিত্রশিল্প নিয়ে একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে গেল চন্দননগরের আর্ট গ্যালারি 'গ্যালারি দে মঁশিয়ে সুরে'। ২৩ জানুয়ারি বিশিষ্ট শিল্পী শৈলেন নন্দী এবং ভাস্কর প্রদীপ সুরের উপস্থিতিতে এই চিত্রকলা প্রদর্শনীর শুভ উদ্বোধন হয়।
তুহিন রক্ষিত একজন স্বশিক্ষিত চিত্র শিল্পী। ২০১৬ সাল থেকে কলকাতা তথা ভারতবর্ষের সর্বমোট ১৭ টি গ্রুপ এক্সিবিশনে তিনি অংশগ্রহণ করেছেন। ২০১৭ সালে দিল্লিতে আই.ডব্লিউ.এস আয়োজিত চিত্রশিল্পের বিয়ানালেতে তাঁর ছবি প্রদর্শিত এবং সমাদৃত হয়।
পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনীতে বৈদ্যবাটি, ভদ্রেশ্বর, মানকুন্ডু, চুঁচুড়া, হুগলি, ব্যান্ডেল তথা কলকাতা থেকে অসংখ্য শিল্প প্রেমিক মানুষ এই চিত্র প্রদর্শনী দর্শন এবং উপভোগ করেন। প্রদর্শনীর শেষ দিন উপস্থিত ছিলেন মাউন্ট এভারেস্ট বিজয়ী পিয়ালী বসাক।