শান্তিপুরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নবদ্বীপে হেরিটেজ তোরণের উদ্বোধন
Bengal Times News, 31 January 2024
সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক করতে নদিয়ার শান্তিপুরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল সেখানেই জেলার বিভিন্ন শহর ও ব্লকের বেশ কিছু প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখমন্ত্রী। নবদ্বীপের পৌর প্রধান বিমান কৃষ্ণ সাহা জানান, হেরিটেজ তোরণ সহ নবদ্বীপেরc ২টি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী। নবদ্বীপ শহরের প্রবেশদ্বার গৌরাঙ্গ সেতু রোডে ৮০ থেকে প্রায় ৯০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত হেরিটেজ তোরণ ও দন্ডপানিতলা ঘাট রোডে রাজ্যে প্রশাসনের অনুমোদন পাওয়া একটি অত্যাধুনিক ফিসারিজ মার্কেটেরও ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী। জানা যায়, নবদ্বীপ পৌরসভার দন্ডপানিতলা ঘাট রোডে মৎস্যজীবীদের জন্য প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলেছে একটি অত্যাধুনিক ফিশারিজ মার্কেট। একদিকে হেরিটেজ শহর নবদ্বীপের প্রবেশ দ্বারে সদ্য গড়ে ওঠা হেরিটেজ তোরণ এবং অত্যাধুনিক ফিসারিজ মার্কেটের ভিত্তি প্রস্তর স্থাপনের পাশাপাশি মায়াপুর ইদ্রাকপুর গ্রামকে নবদ্বীপ শহরের সঙ্গে সংযোগ করতে সম্প্রতি শুরু হয়েছে একটি সেতু তৈরির কাজ। তারও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন আগামীকাল মুখ্যমন্ত্রী।