কবিতা কুটির সম্মানিত করলো ১৫০ জন কবি ও সাহিত্যিককে
Bengal Times News, 16 January 2024
বেঙ্গল টাইমস নিউজ : শিয়ালদহর কৃষ্ণপদ ঘোষ ট্রাস্ট মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হল কবিতা কুঠির সাহিত্য পত্রিকার বইমেলা উৎসব। এই উৎসবের উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি দুই বাংলায় সমাদৃত আরণ্যক বসু। অনুষ্ঠানের শুভ সূচনা হয় শিশু বৃক্ষের গোড়ায় জল দিয়ে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন কবিতা কুটির সাহিত্য পত্রিকার সম্পাদক অতনু নন্দী ও সহ-সম্পাদিকা টুম্পা নন্দী। কবিতা কুটিরের অনুষ্ঠান মঞ্চ থেকে আলুর মুখ দেখলো কবিতা কুটির সাহিত্য পরিবারের বইমেলা সংখ্যা মনের ক্যানভাস ও অরিত্র প্রকাশনী থেকে রামধনু আকাশ দেখলো দুঃখের ভুবনডাঙ্গা। কবিতা কুটির অনুষ্ঠান মঞ্চ থেকে সম্মানিত হলেন ১৫০ জন বিশিষ্ট কবি ও সাহিত্যিক। সকলকে সুচিত্রা ভট্টাচার্য স্মৃতি সাহিত্য পুরস্কারের সম্মানিত করা হয়। এছাড়াও এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে অরিত্র প্রকাশনী থেকে ১০ জন কবি ও সাহিত্যিকের একক বইয়ের উন্মোচন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্বোধক আরণ্যক বসু, বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈজয়ন্ত রাহা, বিশিষ্ট কবি ও সাহিত্যিক এবং চলচ্চিত্র পরিচালক নির্মাল্য বিশ্বাস, বিশিষ্ট সাংবাদিক লুতুব আলি। আরণ্যক বসুকে প্রদান করা হয় কবি বিনয় মজুমদার স্মৃতি সাহিত্য পুরস্কার। নির্মাল্য বিশ্বাস ও বৈজয়ন্ত রাহাকে প্রদান করা হয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী স্মৃতি সাহিত্য পুরস্কার। বিশিষ্ট সাংবাদিক লুতুব আলিকে পুরস্কৃত করা হয় সুচিত্রা ভট্টাচার্য স্মৃতি পুরস্কার।
আরণ্যক বসু বক্তব্য রাখতে গিয়ে বলেন বাংলা ভাষা ও চর্চা গেল গেল বলে যে প্রচার করা হয় তা সর্বৈব মিথ্যা। কবিতা কুটির সাহিত্য পরিবারের সদস্য সংখ্যা দশ হাজার ছাড়িয়ে গেছে এর থেকে বোঝা যায় বাংলা ভাষার চর্চা ও প্রসার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আদর্শ কবি ও সমাদৃত কবি হতে গেলে কি কি গুন থাকা দরকার সেই ব্যাপারে বিশদভাবে আলোকপাত করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক বৈজয়ন্ত রাহা। চার দর্শকের উপর তিনি সাহিত্যচর্চা করতে গিয়ে যে সমস্ত প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন সে ব্যাপারেও তিনি ব্যাখ্যা করেন। লিখতে গেলে আগে পড়তে হবে এ ব্যাপারে তিনি কবিদের উদ্দেশ্যে তাঁর মত ব্যক্ত করেন। বিশিষ্ট কবি ও সাহিত্যিক এবং চলচ্চিত্র পরিচালক নির্মাল্য বিশ্বাস বলেন, প্রত্যেকের ঘটনা বহুল জীবন পুস্তক আকারে ধরে রাখলে নিজের ক্ষেত্রে যেমন একটা দলিল থাকে অন্যদিকে পরবর্তী প্রজন্মের কাছেও তা কাজে লাগতে পারে। প্রত্যেক কবি সাহিত্যিকদের উদ্দেশ্যে বলেন একটি করে বই লিখতে। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট কবি পারমিতা দত্ত। পারমিতা দেবী প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন কবিতা কুটির সাহিত্য পরিবারের সৌজন্যে তাদের বৃহত্তর পরিসরে আত্মপ্রকাশ ঘটছে তা বলার অপেক্ষা রাখে না। কবিতা কুটির মিলন মঞ্চ থেকে অরিত্র প্রকাশনী থেকে এদিনের বইমেলা উৎসবে ১০ জন কবির ১০ টি বই প্রকাশিত হয়। কবি সুজিত দাস রচিত প্রেম প্রতীক্ষা, বাবুলাল পাল এর মনের কথা, সুনন্দা মালাকারের কলিকা, পূর্ণ দে এর যুদ্ধের ময়দানে, সুকদেব সাঁতরার অন্বেষণ, দেবদূত মুখার্জির উন্মেষ, দেবদূ ত মুখার্জী ও সৌম্যদীপ চক্রবর্তী এর যৌথ সংকলন মনের কথা, নাসরিন জাহান সিদ্দিকীর অভিমানের জল রং, স্নেহাশীষ নস্করের কবিতায় তুমি, বিমল চন্দ্র নস্করের গল্পের সাতকাহন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সন্ধ্যা মল্লিক, সিদ্ধার্থ সরকার, সুজিত দাস, প্রমিস চৌধুরী, ইন্দ্রানী কুন্ডু, সুকদেব সাঁতরা, সুনন্দা মালাকার, তন্দ্রা বোস, অশোক সরকার, শংকর বসাক, পারমিতা দত্ত, দেবদূত মুখার্জি, সুপর্ণা সেন, সোমা কোলে, বাবুলাল পাল, বিমল চন্দ্র নস্কর, নিতাই মৃধা, অপর্ণা বৈরাগী, সৌমিত্র দাস, রাজেশ চৌধুরী, পলাশ পাল, স্নিগ্ধা মজুমদার, অরিত্র কুমার রায়, প্রলয় কুমার সাঁতরা, সৌম্যদীপ মজুমদার প্রমুখ। অনুষ্ঠানের শেষে কবিতা কুটির সাহিত্য পত্রিকার সম্পাদিকা টুম্পা নন্দী কবিতা কুটির সাহিত্য পত্রিকার কবি ও সাহিত্যিকদের শ্রদ্ধা ও আভূমি প্রণতি জানান।