Duyare Sarkar
দুয়ারে সরকার শিবির পরিদর্শনে মন্ত্রী স্বপন দেবনাথ
Bengal Times News, 30 December 2023
জগন্নাথ ভৌমিক, কালনা : পূর্ব বর্ধমান জেলার কালনা ও সুলতানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল, গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রমীলা মুর্মু সহ অন্যান্যরা। শনিবার এলাকার তুলসীদাস বিদ্যামন্দিরে আয়োজিত শিবিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। দুয়ারে সরকার শিবিরে মন্ত্রীকে সামনে দেখতে পেয়ে উপস্থিত মহিলারা আপ্লুত। তাঁরা ফুল ছড়িয়ে মন্ত্রী স্বপন দেবনাথ কে অভ্যর্থনা জানান।
এদিনের শিবিরে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর ফর্ম পূরণ করতে মহিলাদের অনেকেই এসেছেন। এছাড়া কৃষি বীমার ফর্ম পূরণ সহ অন্যান্য স্টলেও পরিষেবার জন্য মানুষকে ভিড় করতে দেখা যায়। মন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি কত মানুষ পরিষেবা নিতে আসছেন খোঁজ খবর নেন। একই সঙ্গে উপভোক্তাদের সঙ্গেও কথা বলেন।
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, সরকারি অফিসার থেকে জনপ্রতিনিধিরা দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন। মহিলারা নানা সুযোগ সুবিধা পেয়ে মাথা উঁচু করে বাঁচতে শিখেছেন। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকারের অন্যতম বৈশিষ্ট্য।