নেশাগ্রস্ত চালক ও আরোহী সহ কসমেটিকস ভর্তি কন্টেনার গাড়ি গঙ্গার জলে
Bengal Times News, 30 December 2023
সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : মধ্যরাতে কসমেটিকস ভর্তি ছোট একটি কন্টেনার গাড়ি সোজা গিয়ে পড়ল রানীরঘাটের গঙ্গার জলে। শুক্রবার রাত পৌনে বারোটা নাগাদ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় নবদ্বীপ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের রানীরঘাট অঞ্চলে। স্থানীয় বাসীন্দারা জানান, শীতের মধ্যরাতে তাঁরা সবাই যখন বিছানায়, সেই সময় হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায় তাঁদের। দরজা খুলে বাইরে বেরিয়ে এসে তাঁরা দেখেন, চারিদিক ঢাকা একটি ছোট গাড়ি গঙ্গার জলে ভাসছে। সঙ্গে আর্ত চিৎকার। সঙ্গে সঙ্গে কয়েকজন স্থানীয় তরুণ নেমে পড়েন গঙ্গায়। তাঁরা দেখতে পান আধডোবা অবস্থায় গাড়ির ভিতরে তিনজন আরোহী, তাদেরকে দরজা খুলতে বলেন তাঁরা। দরজা কোনওক্রমে খুলে তাদেরকে হাত ধরে বাইরে নিয়ে আসা হয়। দেখা যায় তিনজনই নেশাগ্রস্ত। তাদের জিজ্ঞেস করে জানা যায়, তারা গঙ্গার ঘাটটিকে রাস্তা মনে করে গাড়ি সোজা চালিয়ে দেয় গঙ্গার দিকে। এরপরেই সিঁড়ি দিয়ে নেমে সোজা গঙ্গায় গিয়ে পড়ে গাড়িটি। তখনই তাদের সম্বিত ফেরে এটি রাস্তা নয়, নদী। খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। কিছুক্ষণ পর আসে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গাড়ির তিন আরোহীকে আটক করে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ থানায়। তার কিছুক্ষণ পরে নিয়ে আসা হয় একটি ক্রেন। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় গাড়িটিকে টেনে তোলা হয় নদীর পাড়ে। পরে গাড়িটিকে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ থানায়। আরোহীদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তারা দেশের নামি একটি কসমেটিকস কোম্পানির দ্রব্য নিয়ে বীরভূমের সাঁইথিয়া থেকে করিমপুর হয়ে নবদ্বীপে আসেন রাত দশটা নাগাদ। এদিক ওদিক ঘোরাঘুরি করার পর রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ রানিরঘাট গঙ্গার ধারে আসেন। তখন তারা প্রত্যেকেই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। এই অবস্থায় গাড়িটিকে তারা সোজা গঙ্গার দিকে নামিয়ে দেন। তারপরই এই বিপত্তি। রাত দুটো পর্যন্ত চলে উদ্ধার কাজ।