Wine bottle seized
পুলিশের অভিযানে বিপুল সংখ্যক মদের বোতল উদ্ধার, গ্রেপ্তার এক যুবক
Bengal Times News, 4 October 2023
কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার রূপনারায়ানপুর পুলিশের বড়সড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রূপনারায়ানপুর পুলিশ আধিকারিক মইনুল হকের নেতৃত্বে টিম গঠন করে সালানপুর ব্লকের আল্লাডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডোমদোহা এলাকায় একটি বাড়িতে হানা দেয়। সেই বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় এক হাজার দেশি ও বিদেশি মদের বোতল।
তাছাড়া ওই বাড়ি থেকে গ্রেপ্তার হয় চন্দন দাস (২৫) নামে এক যুবক।জানা যায় ধৃত যুবকের বাড়ি ঝাড়খণ্ডের মিহিজামে। সে ওই বাড়ি থেকে অবৈধ মদের ব্যবসা চালাতো। তবে বাড়ির আসল মালিকের খোঁজ শুরু করেছে পুলিশ। জানা গেছে এই বাড়ির মালিক ঝাড়খণ্ডের বাসিন্দা। পুলিশ জোর কদমে সেই ব্যক্তির খোঁজ শুরু করেছে। সূত্র মারফত জানা যায়, এই বাড়িতে অবৈধ মদ মজুত করে ভিন্ন রাজ্যে পাচার করা হতো।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।