TMC agitation
দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃকে হেনস্থা করার প্রতিবাদে বিক্ষোভ
Bengal Times News, 4 October 2023
অতনু হাজরা ও সেখ সামসুদ্দিন : দিল্লির কৃষি ভবনে যেভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বকে হেনস্থা করা হয়েছে তার প্রতিবাদে আজ পূর্ব বর্ধমান জেলার মেমারি, জামালপুর সহ বিভিন্ন এলাকায় তৃণমূল নেতাকর্মীরা গর্জে উঠেছে। বুধবার প্রতিবাদ সভা করার পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে।
এদিন মেমারি বামুনপাড়া মোড়ে একটি বিক্ষোভ সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। নিম্নচাপের বৃষ্টির মধ্যেই ভিজে শহরের একাংশে মিছিল করার পর বামুনপাড়া মোড়ের চারমাথা জুড়ে অবরোধ করে বিক্ষোভ সভার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয়। ফলে মেমারি পাহাড়হাটি রোড, মেমারি কাটোয়া রোড, মেমারি বর্ধমান-কলকাতা, স্টেশন রোড অবরুদ্ধ হয়ে পড়ে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি স্বপন ঘোষাল, জেলা ছাত্রনেতা মুকেশ শর্মা, মেমারি শহরের সকল ওয়ার্ড সভাপতি, বুথ সভাপতি, এবং শাখা সংগঠনের সভাপতি সহ শহরের তৃণমূল কংগ্রেস কর্মীরা। সভার শেষে পুলিশ দ্রুততার সঙ্গে রাস্তার যানজট মুক্ত করে।
অন্যদিকে আবাস যোজনা ও ১০০ দিনের পাওনা টাকার বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে তৃণমূলের নেতৃত্বকে যে নক্কারজনক ভাবে হেনস্থা করা হয়েছে তারই প্রতিবাদে জামালপুরে তৃণমূল নেতৃত্ব অবস্থান-বিক্ষোভে সামিল হয়। অভিযোগ দিল্লিতে তৃণমূলের সকল এমপি, এমএলএ, রাজ্যের মন্ত্রী, জেলা পরিষদের সভাধিপতি ও অন্যান্য নেতৃত্বের উপর চলেছে পুলিশী জুলুম। সেই ঘটনার প্রতিবাদে পূর্ব বর্ধমানের জামালপুরেও জামালপুর পুল মাথায় জামালপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো।
উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ সমস্ত অঞ্চল নেতৃবৃন্দ, প্রধান, উপ প্রধান,পঞ্চায়েত সমিতির সদস্য ও পঞ্চায়েতের সদস্যরা। নিম্নচাপের চোখ রাঙানিকে উপেক্ষা করেও তৃণমূলের কর্মীরা জমায়েত হয়ে ছিলেন। ব্লক সভাপতি মেহেমুদ খান জানান, বাংলার বিরুদ্ধে যে বঞ্চনা চলছে সেই বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করতেই দিল্লিতে তাদের নেতা অভিষেক ব্যানার্জী রাজ্যের অন্যান্য নেতৃত্বদের নিয়ে সমস্বরে গর্জে ওঠাতেই দিল্লি পুলিশ যে বর্বরোচিত আচরণ করেছে তাকে তারা ধিক্কার জানাচ্ছেন। ধিক্কার জানান, কেন্দ্রের মোদি সরকার কে। আরো বলেন, এইভাবে তাদের নেতা অভিষেক ব্যানার্জী ও তাঁদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দমিয়ে রাখা যাবে না। বাংলার যে আবাস যোজনা ও ১০০ দিনের কাজের বকেয়া টাকা, যা অন্যায় ভাবে কেন্দ্র আটকে রেখেছে তা তারা আদায় করবেনই। যদি প্রয়োজন হয় আরো বড় আন্দোলনে যেতে হলে দলীয় নির্দেশে তাতেও পিছপা হবেন না। অবস্থান বিক্ষোভের শেষে নরেন্দ্র মোদি ও অমিত শাহের কুশপুতুল দাহ করা হয়।
প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে দক্ষিণ দামোদর এলাকায়। বুধবার রায়না বিধানসভার রায়না ১ ব্লকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা একত্রিত হয়ে কেন্দ্রীয় সরকারের অরজাকতার বিরুদ্ধে বিক্ষোভ ও ধিক্কার জানায়। তাদের অভিযোগ দিল্লিতে মোদী সরকার পরিকল্পিত ভাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে লাঞ্ছনা ও গ্রেপ্তার করে। তারই প্রতিবাদে আজ তাঁরা বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করেন। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সেখ ইসমাইল (শান্ত), জেলার সহ সভাপতি কাজল সরকার, রায়না ১ ব্লক জয়হিন্দ বাহিনীর সভাপতি সেখ সালেখ (সওদাগর), তৃণমূল যুব কংগ্রেস সভাপতি কল্লোল মন্ডল, শ্যামসুন্দর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি রণজিৎ রায়, প্রাক্তন প্রধান অসীম নায়েক। এছাড়া উপস্থিত ছিলেন রায়না ১ ব্লকের সমস্ত নেতৃত্ব ও তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল সভাপতিরা।