Waste Management
বর্জ্য ব্যবস্থাপনায় কর্মসংস্থানের দিশা দেখাচ্ছেন জামালপুরের গবেষক
Bengal Times News, 8 October 2023
অতনু হাজরা, জামালপুর : ভারত সরকারের উন্নত ভারতও অভিযান প্রকল্পে বিভিন্ন ধরনের বর্জ্য ব্যবস্থা নিয়ে পশ্চিমবঙ্গ থেকে কাজ করার একমাত্র সুযোগ পেয়েছেন পূর্ব বর্ধমানের জামালপুরের বেত্রাগড় গ্রামের বাসিন্দা ব্রজেন্দ্র নাথ দে। তিনি হাওড়ার লিলুয়া এম সি কে ভি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজের কেমিস্ট্রির অধ্যাপক। তিনি এই প্রকল্পে কাজ করার জন্য নিজের এলাকাকেই বেছে নিয়েছেন। ল্যাবরেটরীতে তিনি একের পর এক আশ্চর্যজনক জিনিস আবিষ্কার করে চলেছেন। আগামী দিনে এই বর্জ্য ব্যবস্থাপনায় এক আমূল পরিবর্তন এনে দেবে। বিশেষ করে প্লাস্টিকের ক্ষেত্রে। গত বছর থেকে তিনি এই কাজে যুক্ত হয়েছেন। বিভিন্ন ধরনের বর্জ্য, পচনশীল বা অপচনশীল কঠিন ভঙ্গুর যাই হোক নে কেনো। সেগুলো থেকে পুনর্ব্যবহার বা একেবারে স্থায়ী ভাবে পরিবেশ থেকে বিলুপ্ত সাধন করা। আজ তিনি তাঁর নিজের গ্রামে স্বচ্ছতার উপর একটি সভা করেন।
সেখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল যিনি এলাকায় সমাজসেবী বা সমাজকর্মী হিসাবেই বেশি পরিচিত। ছিলেন গ্রামের পঞ্চায়েত সদস্য সম্বরি হেমব্রম সহ গ্রামের বিশিষ্ট জনেরা। সাহাবুদ্দিন বাবু বলেন ব্রজেন্দ্রনাথ বাবু তো জামালপুরের গর্ব। তিনি যে বর্জ্যের উপর গবেষণা করছেন তাতে যদি সাফল্য লাভ করেন তাহলে এক বিরাট পরিবর্তন আসবে। তিনি যে কেমিক্যাল আবিষ্কারের কথা বলছেন যা প্লাস্টিক বর্জ্যর ক্ষেত্রে বিরাট উপযোগী। ব্রজেন্দ্র নাথ বাবু বলেন তিনি ল্যাবরেটরীতে যা আবিষ্কার করেছেন সেগুলো কে ব্যবহারিক ভাবে উপযোগী করতে গেলে প্রশাসনিক বা সরকারি সাহায্য বা উদ্যোগপতিদের সাহায্যের প্রয়োজন রয়েছে। এই বর্জ্যগুলি ব্যবস্থাপনা করার জন্য স্থাপন করা যেতে পারে ছোট ছোট কলকারখানা যাতে এলাকার মানুষের কর্মসংস্থানও হতে পারে।
আজ তিনি তাঁর নিজের এলাকায় সাধারণ মানুষদের নিয়ে এলাকা ঝাঁট দিয়ে পরিষ্কার করেন ও সাধারণ মানুষদের বর্জ্য সম্পর্কে ধারণা দেন।