Indian Air Force Day
বেসরকারি ভাবে প্রথম ভারতীয় বায়ুসেনা দিবস পালিত হলো কলকাতায়
Bengal Times News, 8 October 2023
লুতুব আলি, কলকাতা : ভারতীয় বায়ুসেনা দিবস। ৮ অক্টোবর ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে এই দিনটি মর্যাদার সঙ্গে পালন করা হয়। কলকাতায় বেসরকারিভাবে বায়ুসেনা দিবস পালন করলো স্বেচ্ছাসেবী সংস্থা পশ্চিমবঙ্গ নাগরিক সমাজ। সম্ভবত বেসরকারিভাবে দেশের মধ্যে এই সংগঠনটি প্রথম ভারতীয় বায়ুসেনা দিবস পালন করলো বলে অনেকে মনে করছেন। কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে প্রতীকী হেলিকপ্টার উড়িয়ে, গাছের গোড়ায় জল ঢেলে এই অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট কবি কমল দে সিকদার, অধ্যাপক বাসুদেব মণ্ডল, বৈজয়ন্ত রাহা, সংগঠনের চেয়ারম্যান শেখ মনিরুদ্দীন, সভাপতি প্রাক্তন বায়ু সৈনিক ধ্রুবব্রত দত্ত।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সংগঠনের সম্পাদক চন্দ্রনাথ বসু। এই অনুষ্ঠানে চারজন প্রাক্তন বায়ু সৈনিককে হাজির করানো হয়েছিল। অনুষ্ঠানে এক অভিনব আঙ্গিকে অতিথিদের বরণ করা হয়। ট্রেন থেকে এক গামছা বিক্রেতার কাছ থেকে গামছা কিনে সংগঠনের সম্পাদক চন্দ্রনাথ বসু সেই গামছা ও ফুল দিয়ে অতিথিদের বরণ করেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ব্রিটিশ ভারতে ১৯৩২ সালের ৮ অক্টোবর ভারতীয় বায়ুসেনা দিবস হিসেবে পালনের সূচনা শুরু হয়। ঐতিহ্যপূর্ণ এই বায়ুসেনা দিবসে দেশের শক্তিশালী যুদ্ধবিমান আকাশে নানা কসরত দেখায়। ভারতীয় বায়ুসেনা বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে উত্তরণ ঘটিয়ে অনেক যুদ্ধে অংশগ্রহণ করে সুনাম অর্জন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছাড়াও আরও চারটি যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেগুলি হল অপারেশন বিজয়, অপারেশন মেঘদুত, অপারেশন ক্যাকটাস এবং অপারেশন পুমা লাই। ভারতীয় বায়ুসেনা রাষ্ট্রপুঞ্জের শান্তি রক্ষা অভিযানের সঙ্গেও যুক্ত আছে। কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল হলের অনুষ্ঠানে প্রাক্তন বায়ু সৈনিকদের এয়ার মার্শাল সুব্রত মুখার্জি স্মৃতি রক্ষা সম্মান প্রদান করা হয়। বিশিষ্ট কবি সাহিত্যিকদের আন্তর্জাতিক সাহিত্য সৈনিক সম্মান প্রদান করা হয়। বায়ুসেনা বিষয়ে ১২ লাইন তাৎক্ষণিক কবিতা লেখার প্রতিযোগিতা হয়। অনুষ্ঠানে অতিথিরা বায়ু সেনা দিবস নিয়ে বিশদে আলোচনা করেন। চন্দ্রনাথ বসু বলেন, আমরা দেশকে ভালোবাসি। জীবনকে বাজি রেখে দেশকে যে সৈনিকরা রক্ষা করে চলেছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে পেরে ভালো লাগছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বায়ু সৈনিক সৌমেন্দ্রনাথ মাহাতো, কবি ও সঞ্চালিকা জেসমিন বোনা, চলচ্চিত্র অভিনেত্রী সোনালী ঘোষ, চলচ্চিত্র পরিচালক রাজ ব্যানার্জী, কবি সীমা সোম, সঙ্গীতা কর প্রমুখ। এ দিনের অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট কবি ও শিক্ষিকা মধুমিতা ধূত।