PM Narendra Modi
মহারাষ্ট্র ও গোয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতির উদ্দেশে বহু প্রকল্পের উদ্বোধন করবেন
Bengal Times News, 25 October 2023
অভিরূপ আচার্য, নতুন দিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৬ অক্টোবর মহারাষ্ট্র ও গোয়া সফর করবেন। এদিন শিরডির শ্রী সাইবাবা সমাধি মন্দিরে পূজা ও দর্শন করবেন এবং মন্দিরে নতুন দর্শন সারি কমপ্লেক্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এক প্রেস বিজ্ঞপ্তিতে পিআইবি সূত্রে জানা গেছে, শিরডিতে নতুন দর্শন সারি কমপ্লেক্স, যা প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, এটি একটি অত্যাধুনিক মেগা ভবন যা ভক্তদের জন্য আরামদায়ক অপেক্ষার জায়গা প্রদানের জন্য পরিকল্পিত। এটি দশ হাজারেরও বেশি ভক্তের ক্রমবর্ধমান বসার ক্ষমতা সহ বেশ কয়েকটি ওয়েটিং হল দিয়ে সজ্জিত। এটিতে শীতাতপ নিয়ন্ত্রিত পাবলিক সুবিধার ব্যবস্থা রয়েছে যেমন ক্লোক রুম, টয়লেট, বুকিং কাউন্টার, প্রসাদ কাউন্টার, তথ্য কেন্দ্র ইত্যাদি। ২০১৮ সালে অক্টোবর মাসে এই নতুন দর্শন সারি কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী নীলভান্দে বাঁধের জলপূজন করবেন এবং এর বাম তীর খাল নেটওয়ার্ক জাতির জন্য উৎসর্গ করবেন। দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী নীলভান্দে বাঁধের জলপূজা করবেন এবং বাঁধের একটি খাল নেটওয়ার্ক জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। বিকেল ৩.১৫ মিনিটে প্রধানমন্ত্রী শিরডিতে একটি পাবলিক প্রোগ্রামে যোগ দেবেন, যেখানে তিনি স্বাস্থ্য, রেল, সড়ক ও তেলের মতো সেক্টরে প্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন, জাতির উদ্দেশে উৎসর্গ করবেন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এছাড়া এদিন প্রধানমন্ত্রী 'নমো চাষী মহাসম্মান নিধি যোজনা' চালু করবেন। এরফলে ৮৬ লক্ষেরও বেশি কৃষক উপকৃত হবেন।
এছাড়া ২৬ অক্টোবর সন্ধ্যা ৬.৩০ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোয়া পৌঁছবেন এবং সেখানে মারগাও-তে পন্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে ৩৭ তম জাতীয় গেমসের উদ্বোধন করবেন। এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে ১০ হাজার জনেরও বেশি ক্রীড়াবিদ প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ৯ নভেম্বর পর্যন্ত জাতীয় গেমসের এই প্রতিযোগিতা চলবে।