Maa Carnival
দুর্গোৎসবের মা কার্ণিভালের শোভাযাত্রা দেখতে বর্ধমানে জনজোয়ার
Bengal Times News, 26 October 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : দুর্গোৎসবের মা কার্ণিভালের শোভাযাত্রায় বর্ধমানে মহাসমারোহে অনুষ্ঠিত হলো। অংশ নিয়েছে ২৭ টি পুজো কমিটি। কার্ণিভালের উদ্বোধন করেন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা আসরানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুম্বাই এর বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রশান্ত সমাদ্দার।
এছাড়া বর্ধমানের কার্জনগেটের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, সহসভাধিপতি গার্গি নাহা, জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজি, পুলিশ সুপার আমনদীপ, বর্ষিয়ান বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী, বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বিডিএ'র চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত, বেলুড় মঠ বর্ধমান বাজেপ্রতাপপুর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী অজ্ঞেয়ানন্দজী মহারাজ, সাংসদ সুনীল মণ্ডল, বিধায়িকা শম্পা ধাড়া, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল সহ অন্যান্যরা।
বর্ধমানে জনজোয়ার ভাসলো কার্ণিভালের শোভাযাত্রা। যতদূর চোখ যায় রাস্তার দু'ধারে মানুষের ভিড়ে তিল ধারণের জায়গা ছিল না। ভিড় সামাল দিতে পুলিশকে কার্যত হিমসিম খেতে হয়। তবে পুলিশ এবং স্বেচ্ছাসেবক বাহিনীর তৎপরতায় বর্ধমানে দুর্গোৎসবের মা কার্ণিভালের শোভাযাত্রা সুশৃঙ্খল ভাবেই শেষ হয়েছে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মণিদীপা মজুমদার। সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেন কল্লোল কোনার ও সুদীপা সরকার।
কার্ণিভালে অংশ নিয়েছে বহিলাপাড়া অদ্বিতীয়া মহিলা কল্যাণ সমিতি। ২০ নম্বর ওয়ার্ড দুর্গাপূজা সমন্বয় সমিতি। তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ। পারবীরহাটা সর্বজনীন দুর্গা পূজা কমিটি পরিচালনায় নিবেদিতা সংঘ। গোলাহাট প্রগতি সংঘ। জোড়া মন্দির পূজা কমিটি।
আলমগঞ্জ বারোয়ারি। ঘোড়দৌড় চটি সর্বজনীন দুর্গাপূজা কমিটি। ইছলাবাদ কিরণ সংঘ। লক্ষ্মীপুর মাঠ সর্বজনীন দূর্গা পূজা কমিটি। খালুইবিল মাঠ, জি টি রোড গুড শেড রোড সর্বজনীন দূর্গা পূজা কমিটি। ৩১ নম্বর ওয়ার্ড দূর্গা উৎসব কমিটি। রথতলা দুর্গা পূজা সমন্বয় সমিতি। লাল্টু স্মৃতি সংঘ। চৌরঙ্গী ক্লাব সর্বজনীন। সর্বমিলন সংঘ। পাড়াপুকুর দুর্গাপূজা কমিটি। ইছলাবাদ ইয়ুথ ক্লাব। কাঞ্চননগর দূর্গা পূজা সমন্বয় কমিটি। কেশবগঞ্জ বারোয়ারী। ২৫ নম্বর ওয়ার্ড দূর্গা পূজা সমন্বয় কমিটি। বুড়িরবাগান সর্বজনীন দুর্গাপূজা কমিটি। ন্যাচারাল সিটি দুর্গাপূজা কমিটি। পদ্মশ্রী সংঘ। ভদ্রপল্লী সর্বজনীন দুর্গাপূজা কমিটি। বিবেকানন্দ সেবক সংঘ। সবুজ সংঘ।
বর্ধমানে দুর্গোৎসবের মা কার্ণিভাল সুষ্ঠুভাবে আয়োজনে সকলেই বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এর ভূয়ষী প্রশংসা করেন।