Puja Carnival
দুর্গোৎসবের মা কার্ণিভালের প্রস্তুতি শুরু বর্ধমানে
Bengal Times News, 27 September 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : দুর্গোৎসবের মা কার্ণিভালের আলোচনা সভা অনুষ্ঠিত হলো বুধবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে। বিধায়ক খোকন দাসের উদ্যোগে এই মা কার্ণিভাল বর্ধমান শহরে সূচনা হয়েছিল ২০২২ সালে। এবছর আবারও অনুষ্ঠিত হতে চলেছে বর্ধমান শহর দুর্গোৎসবের মা কার্ণিভাল। তারই আলোচনা সভা জেলা প্রশাসন সহ শহরের পুজো কমিটিগুলোকে নিয়ে অনুষ্ঠিত হলো সংস্কৃতি লোকমঞ্চে। কলকাতার মতো দুর্গাপুজো কার্ণিভাল গত বছর থেকে বর্ধমান শহরের মধ্যেও শুরু হয়েছে। ঐতিহ্যবাহী ক্লাব ও পুজো কমিটিগুলোকে নিয়ে এই কার্নিভালের আয়োজন করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি বাংলার সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্য নিয়ে এখন প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলা প্রশাসনের উদ্যোগে গত বছরেই দুর্গাপুজোর শোভাযাত্রা নিয়ে কার্ণিভাল ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এবছরে ২৬ শে অক্টোবর বিভিন্ন নামকরা পুজো কমিটিগুলিকে নিয়ে দুর্গাপুজোর কার্ণিভালের সূচনা করা হবে এবং সেরা পূজো কমিটিগুলোকে পুরস্কৃত করা হবে।
দুর্গোৎসবকে সামনে রেখে বুধবার কার্নিভালের প্রস্তুতি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সংস্কৃতি লোকমঞ্চের দর্শকাসন ছিল কানায় কানায় পূর্ণ। এই সভায় উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি, জেলা পুলিশ সুপার আমনদ্বীপ, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান সদর (উত্তর) মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, ডেপুটি পুলিশ সুপার রাকেশ চৌধুরী, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং শহরের বিভিন্ন দুর্গাপুজো কমিটিগুলির সভাপতি ও সম্পাদকরা।