Diamond Jubilee
হীরক জয়ন্তী বর্ষে উল্টোডাঙ্গা গভর্নমেন্ট স্পন্সর হায়ার সেকেন্ডারি ফর গার্লস
Bengal Times News, 27 September 2023
লুতুব আলি, কলকাতা : তিলোত্তমা কলকাতার উল্টোডাঙ্গা গভর্নমেন্ট স্পন্সর হায়ার সেকেন্ডারি ফর গার্লসের বর্ণাঢ্য হীরক জয়ন্তী বর্ষের অনুষ্ঠান হল। ২৬ ও ২৭ সেপ্টেম্বর বর্ণময় অনুষ্ঠানে কলকাতার নামি দামি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকারা ও শিক্ষানুরাগী মানুষেরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মধুশ্রী দাস স্বাগত ভাষণ দেন। কলকাতার বুকে নারী শিক্ষায় এই বিদ্যালয়টি দৃষ্টান্তমূলক অধ্যায় রচনা করে চলেছে। এক সাক্ষাৎকারে প্রধান শিক্ষিকা মধুশ্রী দাস বলেন, এই হীরক জয়ন্তী বর্ষে বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা ১৭০০ তে গিয়ে পৌঁছেছে। দিন দিন ছাত্রীর সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। বিশেষজ্ঞদের অভিমত : মফস্বল ও গ্রাম বাংলাতেও ছেলে-মেয়েদের ইংরেজি মাধ্যম স্কুলের দিকে ঝোঁক পরিলক্ষিত হয়েছে। ব্যাঙের ছাতার মতো অলিতে গলিতে ইংলিশ মিডিয়াম স্কুল গড়ে উঠেছে। অধিকাংশ অভিভাবকেরা অন্ধের মত এই সমস্ত বিদ্যালয়ের দিকে তাদের সন্তানদের নিয়ে ছুটছেন। সে দিক থেকে উল্টোডাঙ্গা গভর্নমেন্ট স্পন্সর হায়ার সেকেন্ডারি ফর গার্লস স্কুল নজির গড়ে তুলেছে এই বাংলা মাধ্যম বিদ্যালয়টি।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি দেবাশীষ সরকার, সত্য প্রিয় কলেজের অধ্যক্ষ ড. সুবীর নাগ, প্রেসিডেন্সি কলেজের ভূতপূর্ব অধ্যক্ষ ড. নির্মল কুমার সরকার, শিশু সাহিত্যিক আব্দুল করিম, স্থানীয় কাউন্সিলর শান্তি রঞ্জন কুন্ডু, ড. সঞ্জয় কোনার প্রমুখ।
দুদিনের এই হীরক জয়ন্তী বর্ষের অনুষ্ঠানে এসে আমন্ত্রিত অতিথিরা এই বাংলা মিডিয়াম স্কুলের ছাত্রী সংখ্যা দেখে অনেকে হতবাক হয়ে গেছেন। প্রধান শিক্ষিকা মধুশ্রী দাস বলেন, এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা, বিদ্যালয় পরিচালন কমিটি, সর্বশিক্ষা মিশন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন অফিস ও আধিকারিকদের সাহচর্যে বিদ্যালয়টি উন্নতির শিখরে যেতে সক্ষম ঘটিয়েছে। গত ফেব্রুয়ারি মাস থেকে হীরক জয়ন্তী বর্ষের অনুষ্ঠান শুরু হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর কলকাতার গিরিশ মঞ্চে হীরক জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান হবে। দুদিনের অনুষ্ঠানে আর্টস , সায়েন্স ও কমার্স বিভাগের ছাত্রীদের একাগ্রতা সকলের নজর কেড়েছে। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশিত হয়। মননশীল আলোচনাও অনুষ্ঠিত হয়।