Green Awareness
সবুজায়নের বার্তা দিতে পায়ে হেঁটে কেদারনাথ
Bengal Times News, 16 August 2023
অতনু হাজরা, জামালপুর : পরিবেশ সুরক্ষায় সবুজায়নের বার্তা দিতে ১৬০০ কিলোমিটার পথ হাঁটার সঙ্কল্প নিয়েছেন এক যুবক। আসলে নানা মানুষের নানা সখ থাকে। আজ রাস্তায় চলতে চলতে কথা বললাম ধনিয়াখালির অরিন্দম দাসের সাথে। তাঁর বাড়ি ধনিয়াখালির বেলমুরি অঞ্চলের কাতিলপুর গ্রামে। সেখান থেকে হেঁটে যাচ্ছেন কেদারনাথ। তাঁর সাথে কথা বললাম কালারাঘাট থেকে পোলেমপুর পর্যন্ত যাওয়ার পথে রামনাথপুর গ্রামের কাছে। তিনি জানালেন পরিবেশ সুরক্ষায় বহু সংস্থা ও মানুষ কাজ করছেন। তিনি একটু ব্যতিক্রমী হতে চেয়েছেন তাই বাসে ট্রেনে না গিয়ে পায়ে হেঁটে যাচ্ছেন কেদারনাথ। উদ্দেশ্য সমাজের বিভিন্ন স্তরে সবুজায়নের বার্তা পৌঁছে দেওয়া।
তিনি বলেন ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল কেদারনাথ যাবার। সেই স্বপ্ন মেটানোর পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতেই পথ হাঁটছেন। অরিন্দম আমাদের জানান রাস্তায় যার সঙ্গেই কথা হবে তিনি সকলকেই গাছ লাগানোর কথা বলবেন। পরিবেশে সবুজায়ন করাই তাঁর লক্ষ্য। বাড়ি থেকে প্রায় ১৬০০ কিমি পথ তিনি পায়ে হেঁটে যাবেন। যেতে প্রায় ২ মাস সময় লাগবে। তাঁর কাছ থেকেই জানতে পারলাম, তাঁর কাছে বৈধ আধার কার্ড, ভোটার কার্ড, থানা থেকে অনুমতি পত্র, মহকুমা শাসকের কাছ থেকে ডমিসিয়াল রেসিডেনসিয়াল সার্টিফিকেট আছে যাতে পথে কোনো সমস্যা না হয়। আমরা তাঁর এই কেদারনাথ যাত্রার সফলতা কামনা করি।