SCROLL

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

নতুন কায়দায় প্রতারণার ছক কষে বাড়িতে ঢুকে নগদ ও সোনার গয়না নিয়ে ফেরার দুষ্কৃতি


 

নতুন কায়দায় প্রতারণার ছক কষে বাড়িতে ঢুকে নগদ ও সোনার গয়না নিয়ে ফেরার দুষ্কৃতি


Kajal Mitra
Bengal Times News, 24 August 2023

কাজল মিত্র, চিত্তরঞ্জন : নতুন কায়দায় প্রতারণার ছক কষে গৃহস্থের বাড়ি থেকে নগদ ও সোনার গয়না নিয়ে চম্পট দিলো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে চিত্তরঞ্জন থানা এলাকার দুশো মিটার দূরে ৫৪ নম্বর রাস্তার 21A কোয়াটারে। ঘটনার বিবরণে জানা যায়, এক দুষ্কৃতী হঠাৎ করে ছক সাজিয়ে ওই কোয়াটারে গৃহকর্ত্রীকে এসে বলে তার স্বামীকে পুলিশ আটকে রেখেছে। কথা বলতে বলতেই কোয়াটারে ঢুকে ওই মহিলাকে ভয় দেখিয়ে নগদ ৫ হাজার ও লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে পালিয়ে যায়।

এমনই অভিযোগ প্রতারিত মহিলা জগদেশ্বরী দেবীর। তিনি জানান যখন সে বাড়িতে ছিলেন সেই সময় এক ব্যক্তি তার বাড়ির দরজা ঠকঠক করে। তখন তিনি দরজা খুলতেই ওই ব্যক্তি মহিলাকে বৌদি বলে ডাকেন এবং তার স্বামীর বন্ধু ও অফিসের স্টাফ পরিচয় দিয়ে জানান আপনার স্বামীকে ও অফিসের দুইজন এস.এস.কে পুলিশ আটক করে রেখেছে। আমি কোন রকমে লুকিয়ে চলে এসেছি। কারণ তিনি যে শপে কাজ করে যেখানে বহু সামগ্রী সহ জরুরি তথ্য চুরি হয়ে গেছে তাই পুলিশ তদন্ত শুরু করেছে। তাছাড়া এখানেও পুলিশ আসতে পারে। তাই আপনার আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্কের বই সহ যা যা সোনা ও রুপোর গহনা রয়েছে সব সরিয়ে ফেলতে হবে। পুলিশ এলে সেগুলো বাজেয়াপ্ত করে নিতে পারে। কিন্তু তখন ওই মহিলা জানান আমার এক পরিচিত কে একবার ফোন করে দেখি তবে ওই ব্যক্তি মহিলাকে ফোন করতে বাধা দেয়। তখন ওই ব্যক্তি জানান এখন কাউকে জানাজানি করবেন না। না হলে আরো সমস্যায় পড়তে পারেন। তাই ওই মহিলা কাউকে ফোন না করে ওই ব্যক্তির কথা মত ফোন রেখে দেন এবং তিনি বলেন এসব কোথায় লুকাবো তখন ঐ ব্যক্তি কথার ছলে ওই মহিলাকে বলেন ঠিক আছে তাহলে আমাকে সবকিছু দিয়ে দিন আমি রেখে দেবো সে কথা বলতে ওই মহিলা তার স্বামীর বিপদের কথা চিন্তা করে কোন কিছু না ভেবেই তার কাছে থাকা নগদ পাঁচ হাজার টাকা একটি সোনার চেন, দুটি কানের, একটি মঙ্গলসূত্র, একটি রুপোর বাটি ওই ব্যক্তির হাতে তুলে দেন।

তবে মহিলার স্বামী যখন ওই ব্যাক্তি যাবার কিছুক্ষণ এর মধ্যেই ডিউটি থেকে বাড়িতে ফেরেন এবং জানতে পারেন যে এসব কিছুই হয়নি তাকে কেউ বোকা বানিয়ে সমস্ত কিছু লুট করে নিয়ে গেছে। এরপরেই ওই মহিলা ও তার স্বামী চিত্তরঞ্জন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। চিত্তরঞ্জন পুলিশ সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad