Lions Club Aranee
লায়ন্স ক্লাব অরণি'র ১৫ তম অভিষেক রজনীতে নতুন বোর্ডের সঙ্গে আটজন নতুন সদস্যও শপথ নিলেন
Bengal Times News, 23 July 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : আনন্দঘন পরিবেশে লায়ন্স ক্লাব অব বর্ধমান অরণি'র ১৫ তম অভিষেক রজনীর অনুষ্ঠান হয়ে গেল। ২৩ জুলাই বর্ধমান শহরের বিলাসবহুল হোটেল সিটি টাওয়ার এর সভাকক্ষে অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এদিন বৈদ্যনাথ সিংহ রায় বর্ধমান লায়ন্স ক্লাব অরণির ২০২৩ - ২৪ বর্ষের সভাপতি হিসেবে অভিষিক্ত হলেন।
২৩ জুলাই বর্ধমান সিটি টাওয়ারে ক্লাবের বিদায়ী সভাপতি গোপাল চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক লায়ন্স ডিস্ট্রিক্টের প্রাক্তন জেলাপাল প্রদীপ চ্যাটার্জী। এদিনের অনুষ্ঠানে ইনস্টলেশন অফিসার হিসেবে তিনি নতুন বোর্ড সদস্যদের অভিষিক্ত করান। বিশেষ অতিথি হিসেবে লায়ন্স ডিস্ট্রিক্টের সেকেন্ড ভিডিজি সেখ মহিউদ্দিন লায়ন্স ক্লাব অরণির নতুন সদস্যদের অভিষিক্ত করান। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন চেয়ারম্যান জহর মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই সকলকে স্বাগত জানিয়ে লায়ন্স ক্লাব অফ বর্ধমান অরণি'র প্রাণপুরুষ প্রদীপ কুমার চক্রবর্তী ক্লাবের বিগত দিনের কার্যাবলী সকলের সামনে উপস্থাপিত করেন। সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা সহ বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন তিনি। আইনজীবী সুব্রত ঘোষ বক্তব্য রাখতে গিয়ে আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের সূচনা থেকে বর্তমান বিশাল কর্মকাণ্ড নিয়ে স্বল্প কথায় আলোকপাত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস আবেগঘন বক্তৃতায় জীবনের চলার পথে সুখ-দুঃখের অনেক কথাই বলেন। কিভাবে ছোট থেকে বড় হয়েছেন এবং মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা পেয়েছেন। সবই উঠে এসেছে তাঁর বক্তব্যে।
ইনস্টলেশন অফিসার প্রদীপ চ্যাটার্জী এদিন ২০২৩ - ২৪ বর্ষের নতুন বোর্ড কর্মকর্তাদের তাদের দায়িত্ব সম্পর্কে অবহিত করে অভিষিক্ত করান।
লায়ন্স ক্লাব অব বর্ধমান অরণি'র নতুন সভাপতি হিসেবে বৈদ্যনাথ সিংহ রায়, বিদায়ী সভাপতি গোপাল চন্দ্র ঘোষ, ফার্স্ট ভিপি বিদ্যুৎ কুমার ঘোষ, সেকেন্ড ভিপি দেবজিৎ ঘোষ, সেক্রেটারি সন্তোষ ভকত, ট্রেজারার দেবাশিস দত্ত, মেম্বারশিপ চেয়ারপার্সন ধনঞ্জয় দে, লিডারশিপ চেয়ারপার্সন প্রদীপ কুমার চক্রবর্তী, এলসিআইএফ চেয়ারপার্সন সুশান্ত কুমার হাজরা, জিএসটি চেয়ারপার্সন তুহিন সুর, মার্কেটিং চেয়ারপার্সন বিপ্লব সেন, এছাড়া বোর্ডের সদস্য হিসেবে ইন্দ্রানী ঘোষ, শান্তি রঞ্জন ঘোষ, স্বপন কুমার সাধু, কুহেলি দত্ত, শৈল বর্মণ, সমীর কুমার মেহেরা শপথ গ্রহণ করেন। সাক্ষী থাকলেন বর্ধমান লায়ন্স ক্লাবের অন্যতম কর্মকর্তা আইনজীবী সঞ্জয় ঘোষ, ডান্স ক্লাব বিশ্ববন্ধু সভাপতি আইনজীবী অমিয়কুমার চৌধুরী সহ মহেন্দ্র গর্গ, সুব্রত মন্ডল, লায়ন্স ক্লাব অরণি'র সদস্যদের মধ্যে অরিন্দম চক্রবর্তী, শুক্লা চক্রবর্তী,আশীষ কুমার দে, সুমিতা দে, কৃষ্ণা ঘোষ, আলপনা সেন, সভাষ সেন জোৎস্না সূর প্রমূখ।
লায়ন্স ক্লাব অব বর্ধমান অরণি'র ১৫ তম অভিষেক রজনীতে ক্লাবের নতুন সদস্য হিসেবে সিদ্ধেশ্বর ঘোষ, রাধুনাথ দে, কমল দে, রাজীব কুমার সাম, বিশ্বজিৎ চ্যাটার্জী, সুবীর ঘোষ, সুস্মিতা ঘোষ এবং দীপক দাস অভিষিক্ত হন। এদিন নতুন সদস্যরা ক্লাবকে এগিয়ে নিয়ে যাবার শপথ নিয়েছেন।