ভোটের প্রচারে তৃণমূলের জেলা যুব সভাপতি
Bengal Times News, 4 July 2023
অতনু হাজরা, জামালপুর : পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই তৃণমূল কংগ্রেসের প্রচারের জোশ বাড়ছে। মঙ্গলবার জামালপুরে পঞ্চায়েত ভোটের প্রচারে আসেন যুব তৃণমূলের জেলা সভাপতি রাসবিহারী হালদার ও জেলা ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ। রাসবিহারী হালদার জামালপুর ২ অঞ্চল ও চকদীঘি অঞ্চলের দুই জায়গায় সভা করেন। আর জৌগ্রাম অঞ্চলে প্রচার করেন স্বরাজ ঘোষ। জামালপুর ২ অঞ্চলের কাঁশরা ভুবনেশ্বর তলা থেকে মিছিল করে ঝুলনতলা হয়ে নন্দী রোডে গিয়ে একটি সভা করা হয়। সেখানে ছিলেন সাংসদ সুনীল কুমার মন্ডল, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, ব্লক নেতা শুভ্রনীল চৌধুরী দুই অঞ্চল সভাপতি মিঠু পাল ও আজাদ রহমান। বিধায়ক অলক কুমার মাঝি পাড়াতল ১ অঞ্চলে দুটি সভা করেন। সব মিলিয়ে জামালপুরে জমজমাট ভোটের প্রচার।