কেন্দ্রীয় বাহিনীর কঠোর নিরাপত্তায় বিরোধীদের গণনা কেন্দ্রের বাইরে বের করে দেওয়ার অভিযোগ
Bengal Times News, 11 July 2023
বেঙ্গল টাইমস নিউজ : কেন্দ্রীয় বাহিনীর কঠোর নিরাপত্তার বেষ্টনীতে শুরু হয়েছে ত্রিস্তর পঞ্চায়েতের ভোট গণনার কাজ। তবে গণনা কেন্দ্রের ভিতরে শুধু একমাত্র তৃণমূল কংগ্রেসের এজেন্টরাই থাকতে পারছে। বাকি বিরোধীদল সিপিএম, বিজেপির সমস্ত প্রার্থী এবং এজেন্টদের বাইরে বের করে দেওয়া হয়েছে এই নিয়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিরোধীরা কাউন্টিং সেন্টারের সামনে দাঁড়িয়ে তাদের একরাশ খুব উগরে দিলেন। এমনকি সাংবাদিকদের ঢুকতেও বাধা দেওয়া হচ্ছে। বর্ধমান এক নম্বর ব্লকের গণনার কাজ চলছে দেওয়ানদিঘী এলাকায় বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়। এখানে বিদ্যালয়ের গেটের সামনেই রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সাংবাদিকদের বিদ্যালয়ের গেটের ভিতরে ঢুকতে দেওয়া হলেও কাউন্টিং সেন্টারে ধারে কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। ফলে কাউন্টিং সেন্টারের ভিতরে গণনা চলছে নাকি হচ্ছে কেউই কিছু জানতে পারছে না। লোক দেখানো মিডিয়া সেল খোলা হলেও মিডিয়া সেলে কোন তথ্য নেই। কাউন্টিং সেন্টারে কটা টেবিলে গণনা চলছে কত রাউন্ড গণনা হচ্ছে রাউন্ড শেষে ফলাফলইবা কি কোন কিছুই সাংবাদিকদের জানানো হচ্ছে না। সব থেকে বড় কথা তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরও ভিতর থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে। তারা কাউন্টিং সেন্টারের বাইরে বসে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন।
সকাল আটটায় ভোট গণনা শুরু হলেও বেলা বারোটা পর্যন্ত সাংবাদিকদের কোনো তথ্য দেওয়া হয়নি।
বিজেপির বর্ধমান সদর জেলার সভাপতি অভিজিৎ তা অভিযোগে জানান, 'গলসি ১ নম্বর ব্লক গণনা কেন্দ্রে আইন-শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। গতকাল রাত থেকে চার-পাঁচ হাজার গুন্ডা এলাকায় দখল নিয়েছে, বিজেপি প্রার্থীদের গণনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারা ঢুকতে গেলে মেরে হাত-পা ভেঙে দিয়েছে। গতকাল খবর পাওয়ার পরেই জেলা সভাপতি হিসেবে আমি নির্বাচন কমিশনারকে সম্পূর্ণ ঘটনা মেইল করে জানিয়েছি, পাশাপাশি আমাদের সাংসদ এস,এস আলুওয়ালিয়া জি প্রশাসনিক স্তরে সমস্ত অফিসার কে জানিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের প্রার্থীরা গণনা কেন্দ্রে ঢুকতে গিয়ে যেভাবে হেনস্থা হয়েছেন তারা অনেকেই ফিরে চলে গেছেন'।