ইস্টবেঙ্গল বড় জয় পেলো, আবেগের বিস্ফোরণ মাঠে
শিখা দেব, কলকাতা : ইস্টবেঙ্গল সমর্থকদের আবেগের বিস্ফোরণ ঘটলো। ঘরের মাঠে ইস্টবেঙ্গল হেলায় হারিয়ে দিলো ইস্টার্ন রেলওয়েকে। লাল হলুদ জিতল ৫-১ গোলের ব্যবধানে। খেলার শুরু থেকে ইস্টবেঙ্গল দাপটের সঙ্গে খেলতে থাকে। দিশা খুঁজে পায়নি রেল দল। প্রথম পর্বে ইস্টবেঙ্গল ৩-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয় পর্বে ইস্টার্ন রেলওয়ে গোল করে ব্যবধান কমায়। কিন্তু তারপরে লাল হলুদ আরও দুটি গোল করে জয় নিশ্চিত করে নেয়। বৃহস্পতিবার এই ম্যাচে সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতন। লাল হলুদ আবিরে আকাশ ভরে যায়। নতুন কোচ কার্লোস কুয়াদ্রাত খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। এদিন গ্যালারি থেকে পড়ে গিয়ে ইস্টবেঙ্গলের এক সমর্থক আঘাত পান। পি জি হাসপাতালে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আহত দর্শককে দেখতে যান সচিব অনির্বাণ দত্ত।
বিশেষ সূত্রে জানা গেছে চলতি মরশুমে পিয়ারলেস ও টালিগঞ্জ অগ্রগামী খেলায় গড়াপেটার অভিযোগ ওঠে। এই ব্যাপারে পুলিশকে তদন্ত করতে বলে চিঠি দিলেন আই এফ এ সচিব অনির্বাণ দত্ত। মোহনবাগান ও কালীঘাট মিলন সংঘের খেলায় রেফারির পক্ষপাতিত্ব করার অভিযোগের কথা জানিয়ে চিঠি দিলো কালীঘাট মিলন সংঘের সচিব কার্তিক ব্যানার্জী।