পঞ্চায়েতে বিজয়ী প্রার্থীদের ভবিষ্যত নির্ধারণ হবে ১৭ আগস্ট
Bengal Times News, 26 July 2023
বেঙ্গল টাইমস নিউজ : পঞ্চায়েতে বিজয়ী প্রার্থীদের ভবিষ্যত নির্ধারণ হবে আগামী ১৭ আগস্ট। বুধবার এই সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এমনটাই জানিয়ে দিল। উল্লেখ্য পঞ্চায়েত ভোটে কারচুপি, হিংসা ও সন্ত্রাস নিয়ে কলকাতা হাইকোর্টে আগেই একাধিক মামলা দায়ের হয়েছিল। যার জেরেই বিজয়ীদের ভাগ্য নির্ধারণে আদালত চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আগেই জানিয়েছিল। সেই মামলাতেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বুধবার জানিয়ে দেয় পঞ্চায়েতে বিজয়ী প্রার্থীদের আগামী ১৭ আগস্ট ভবিষ্যত নির্ধারণ হবে।
জানা গেছে, রাজ্যের বিরুদ্ধে ভোটের সময় অসহযোগিতার অভিযোগ এনে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ১২০০ পাতার রিপোর্ট জমা দিয়েছেন বিএসএফের আইজি। এছাড়া ভোটকে কেন্দ্র করে কমিশনের কাছে যে একাধিক অভিযোগ জমা পড়েছিল সেই সমস্ত অভিযোগগুলো এবার খতিয়ে দেখতে চান প্রধান বিচারপতি।
অন্যদিকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আদালতে কমিশনের বিরুদ্ধে বিরোধী দলনেতার আনা যাবতীয় অভিযোগ এদিন উড়িয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের দাবি, ৮২২ কোম্পানী কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ভোটের দিন তাঁরা হাতে পেয়েছিলেন ৬৩৭ কোম্পানী বাহিনী। পুরো বাহিনীকেই ভোটের কাজে বুথে মোতায়েন করা হয়েছিল বলেও এদিন কমিশনের তরফে দাবি করা হয়েছে।