বিশ্ব ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক মার্টিনেজ আসছেন কলকাতায়
Bengal Times News, 2 July 2023
বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : দেশের প্রথম মেট্রো সিটি কলকাতায় আসছেন আর্জেন্টিনা তথা বিশ্ব ফুটববের অন্যতম তারকা গোলরক্ষক মার্টিনেজ। কলকাতার ক্রীড়া মহলে এখন সাজসাজ রব। ৪ জুলাই মোহনবাগান মাঠে নামবেন৷ মোহনবাগান মাঠে চলছে ফুটবলের বিশ্ব তারকাকে স্বাগত জানানোর প্রস্তুতি৷ প্রসঙ্গত এর আগে এই মাঠেই দর্শকদের মাতিয়ে গেছেন বিশ্বফুটবলের রাজপুত্র দিয়াগো মারাদোনা।
সেই একই দেশের অর্থাৎ আর্জেন্টিনার জাতীয় গোল রক্ষক মার্টিনেজ এবার আসছেন শহর কলকাতায় ৷ সদ্য শেষ হওয়া কাতার বিশ্বকাপে সেরা গোলরক্ষক এর শিরোপা পেয়েছেন৷ উঠে এসেছে গোল্ডেন গ্লাভস ৷ বর্তমানে তিনি খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ত্র্যাস্টেন ভিলায়৷ এখন দেখার শহর কলকাতার ফুটবল প্রেমী তথা বাংলার ফুটবল প্রেমীরা এমন এক বিশ্বতারকা ফুটবলারকে কাছ থেকে দেখে কতটা মেতে ওঠেন৷
সাধারন দর্শকদের জন্য যে টিকিটের ব্যবস্থা করা হয়েছিল তা ইতিমধ্যেই শেষ ৷ দ্বিতীয় দিন ভোর থেকে ফুটবল প্রেমীরা টিকিট কাউন্টারে লাইনে দাঁড়ালেও ক্লাবের পক্ষ থেকে নোটিশ দিয়ে জানানো হয় আর নতুন করে টিকিট দেওয়া হচ্ছে না৷