সাপের আতঙ্কে তোলপাড় কেন্দ্রীয় শুল্ক দপ্তরের অফিস
Bengal Times News, 28 June 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : সাপের আতঙ্কে তোলপাড় গোটা অফিস। কেন্দ্রীয় সরকারের শুল্ক দপ্তরের বর্ধমান সুপারিনটেনডেন্ট অফিসের ঘটনা। বুধবার অফিস টাইমে হঠাৎই অফিসের ভেন্টিলেশনর ফোঁকরে সাপটিকে দেখতে পান অফিসের কর্মীরা। বিশাল আকৃতির সাপটি মাথা তুলতেই ভয়ে অফিস কর্মীরা বাইরে বেরিয়ে পড়েন। চিৎকার চেঁচামেচিতে এলাকার বহু মানুষ জড়ো হয়ে যায়। খবর দেওয়া হয় বর্ধমান বিভাগীয় বনদপ্তরে। বর্ধমান শহরে পারবীরহাটা চত্বরে অবস্থিত ভারত সরকারের সুপারিটেনডেন্ট অফ কাস্টমস অফিসে ছুটে আসেন বন দপ্তরের কর্মীরা। প্রায় আধঘন্টার চেষ্টায় উদ্ধার হয় বিশাল আকৃতির সাপটি। বনদপ্তরের কর্মীরা সাপটি উদ্ধার করে রমনাবাগানে নিয়ে যায়।
বনদপ্তরের কর্মী হারাধন বৈরাগ্য বলেন, কাস্টমস অফিস থেকে আমাদের ফোন করা হয়েছিল, ফোন পেয়েই তক্ষণাৎ আমরা কাস্টমস অফিসে উপস্থিত হই। প্রায় আধ ঘন্টা চেষ্টা করে আমরা সাপটিকে ধরতে সক্ষম হই। অফিসের ভেন্টিলেশন এর মধ্যে সাপটি ছিল। যদিও এটি কোন বিষধর সাপ নয়, ভয়ের কোন কারণ নেই।