Metro Rail
মেট্রো চড়ে এসপ্ল্যানেড থেকে হাওড়া, ইতিহাসে নজির সৃষ্টি করছে কলকাতা
Bengal Times News, 12 April 2023
জগন্নাথ ভৌমিক, কলকাতা : কলকাতা থেকে হাওড়া, মেট্রো রেলে চড়ে যেতে পারবেন যাত্রীরা। এমনটাই ঘোষণা করলো মেট্রো রেল কর্তৃপক্ষ। রেলের তরফে জানানো হয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৩ সালেই গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো । বুধবার কলকাতা মেট্রো রেলের তরফে জাননো হয়েছে। সব কিছু ঠিক থাকলে এই বছরেই মেট্রো রেলে চড়ে ধর্মতলা থেকে হাওড়া যেতে পারবেন আমজনতা।
১২ এপ্রিল এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে নবনির্মিত হাওড়া ময়দান স্টেশনে এসে পৌঁছায় মেট্রোর দু’টি রেক। তার একটিতে সওয়ার হয়েছিলেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়শঙ্কর রেড্ডি। তবে এটা ছিল ট্রায়াল রান। এই ট্রায়াল রান চলবে চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত। এই পথ চালু হলে, কলকাতা থেকে যাত্রীরা সহজেই হাওড়া এবং হাওড়া থেকে কলকাতা যাতায়াত করতে পারবেন।
১২ এপ্রিল নারকেল ফাটিয়ে পুজো দিয়ে কলকাতা থেকে হাওড়া মেট্রো রেলের থেকে শুরু হওয়া ট্রায়াল রান শুরু হয়েছে। আগামী পাঁচ থেকে ছ’মাস এই ট্রায়াল রান চলবে। মেট্রো রেলের আধিকারিকরা বলেছেন অক্টোবর মাস পর্যন্ত চলবে এই ট্রায়াল রান।
জানা গেছে, ইস্ট-ওয়েস্ট মেট্রো গঙ্গার নীচ দিয়ে হাওড়া ময়দান থেকে সল্টলেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাবে। মেট্রো রেলের এই পথের মোট দৈর্ঘ্য প্রায় ১৬.৫ কিলোমিটার। এর মধ্যে ১০.৮ কিলোমিটার মাটির নীচ দিয়ে যাবে। আর মাটির উপর দিয়ে যাবে বাকি ৫.৭৫ কিলোমিটার পথ।
সব চেয়ে বড় বিষয় কলকাতা থেকে হাওড়া মেট্রো রেল চালুর দিনক্ষণ ঘোষণা না হলেও পুজোর পরেই চালু হতে পারে এই রকম ধরে নিয়ে সাধারণ মানুষ এখন কাউন্ট ডাউন শুরু করে দিয়েছেন।