Automatic fitness centre for all vehicles
গাড়ির অটোমেটিক ফিটনেস সেন্টার হবে পূর্ব বর্ধমান জেলায়
Bengal Times News, 13 April 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : গাড়ির অটোমেটিক ফিটনেস সেন্টার তৈরি হবে পূর্ব বর্ধমান জেলায়। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান, বীরভূম এবং হুগলি জেলার পরিবহন দপ্তরের সমস্ত আধিকারিক এবং জেলাশাসকদের নিয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক আয়োজিত হয় পূর্ব বর্ধমানের জেলা শাসকের কনফারেন্স হলে। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, দপ্তরের সচিব সৌমিত্র মোহন, পরিবহন দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা।
পূর্ব বর্ধমানের জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, গাড়ির অটোমেটিক ফিটনেস সেন্টার তৈরি হবে পূর্ব বর্ধমান জেলায়। তার জন্য কালনায় জায়গার সংস্থান হয়েছে। বিষয়টি দপ্তরের মন্ত্রী সহ সচিব ও অন্যান্য আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এছাড়া এদিনের মিটিংয়ে রাজস্ব, এনফোর্সমেন্ট, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। পরিবহনের ক্ষেত্রে রাজস্ব আদায়ে পূর্ব বর্ধমান জেলা রাজ্যের শীর্ষে রয়েছে।