Burdwan University
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার পরীক্ষার বিজ্ঞপ্তি জারি
Bengal Times News, 11 April 2023
বেঙ্গল টাইমস নিউজ : অবশেষে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্নাতক প্রথম সেমিস্টারের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলো। ১০ এপ্রিল বিজ্ঞপ্তি জারি করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি, বিকম প্রথম সেমিস্টারের। পরীক্ষা সূচি ঘোষণা করায় হাজার হাজার পরীক্ষার্থীর চিন্তার অবসান ঘটলো।
জানা গেছে, কিছু সমস্যার কারণে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের পরীক্ষার পরবর্তী কর্মসূচি স্থগিত ছিল। ওই দুটি সেমিস্টারের সমস্যা না মিটিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন আরেকটি সেমিস্টারের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করতে দ্বিধাগ্রস্থ ছিলেন। এদিকে প্রথম সেমিস্টারের পরীক্ষার্থীরা পরীক্ষার দিনক্ষণ ঘোষণা না হওয়ার ফলে হতাশ হয়ে পড়েছিল। পরীক্ষার্থীদের অভিভাবকরাও দুশ্চিন্তার মধ্যে ছিলেন। প্রথম সেমিস্টারের বিজ্ঞপ্তি জারি হওয়ায় সেই দুশ্চিন্তার অবসান ঘটলো।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক অনিন্দ্য জ্যোতি পাল জানান, ২৫ এপ্রিল থেকে স্নাতক অর্থাৎ বিএ বিএসসি বিকম অনার্স ও জেনারেল কোর্স এর প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হবে। চলবে ১০ মে পর্যন্ত। কয়েকদিনের মধ্যেই এডমিট দেওয়ার কাজ শুরু হবে। তবে ১৯ এপ্রিলের মধ্যে প্রাকটিক্যাল পরীক্ষা শেষ করতে হবে বলে তিনি জানান।