SCROLL

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

দিদির সুরক্ষা কবজ কর্মসূচির প্রচারে তৃণমূলের সাংবাদিক সম্মেলন


 

দিদির সুরক্ষা কবজ কর্মসূচির প্রচারে তৃণমূলের সাংবাদিক সম্মেলন


বেঙ্গল টাইমস নিউজ : দিদির সুরক্ষা কবজ কর্মসূচি ঘোষণা করলো পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। এই উপলক্ষে আজ দলের অস্থায়ী জেলা কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়িকা শম্পা ধাড়া, সহ সভাধিপতি দেবু টুডু, বিধায়ক খোকন দাস, সেখ শাহনওয়াজ, নেপাল ঘড়ুই, যুব তৃণমূলের জেলা সভাপতি রাসবিহারী হালদার, মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত, আইএনটিটিইউসি'র পূর্ব বর্ধমান জেলার সভাপতি সৈয়দ মহঃ সেলিম, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস, জেলা পরিষদের অধ্যক্ষ অশোক বিশ্বাস, কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, মহঃ ইসমাইল, জেলা সংখ্যালঘু সেলের সভাপতি মহঃ আসরাফউদ্দিন, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ। 

এদিনের সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, 'দিদির সুরক্ষা কবচ' পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক রূপায়িত ৬টি ক্ষেত্রে বিভক্ত, মোট ১৫টি সর্বাঙ্গীণ ও বহুমুখী প্রকল্পের এক সমাহার‌। রাজ্যের বাসিন্দাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমগ্র জীবনকাল জুড়ে সাধারণ ন্যূনতম চাহিদা পূরণ করবে বয়স, লিঙ্গ, বর্ণ, ধর্ম এবং অর্থনৈতিক ক্ষেত্র নির্বিশেষে রাজ্যব্যাপী সমস্ত বাসিন্দাদের আশ্রয় দেবে। স্বাস্থ্যসেবা থেকে আবাসন, শিক্ষা থেকে আয়, খাদ্য থেকে সামাজিক নিরাপত্তা, সমস্ত ক্ষেত্রকেই কভার করবে।

তিনি আরো বলেন, দিদির সুরক্ষা কবচ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের মাধ্যমে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যাবে।

২ জানুয়ারি কলকাতার নজরুল মঞ্চে একটি বর্ণাঢ্য সুরক্ষা কবচের উদ্বোধন করেছেন। তিনি দলীয় কর্মীদের ('দিদির দূত') আহ্বান জানান, বাংলার প্রতিটি ঘরে সুরক্ষা কবচের পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য।

এই কর্মসূচি আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। রাজ্যস্তরের দলীয় নেতৃবর্গ প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত ও নগরাঞ্চলে একটি করে দিন কাটাবেন এবং ৪৫ দিন ধরে চলবে এই কর্মকাণ্ড। অঞ্চলে এক দিন / নগরে এক দিন কর্মসূচির প্রতিদিন ওই নেতারা গ্রাম পঞ্চায়েত ও নগরাঞ্চলে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন। সরকারি দপ্তর পরিদর্শন করবেন। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে মধ্যাহ্নভোজন করবেন। পঞ্চায়েত/নগরের দপ্তর পরিদর্শন করবেন। স্থানীয় জনগণের সঙ্গে 'জনসংযোগ সভা' আয়োজন করবেন - প্রচার কর্মসূচির পরবর্তী পর্যায়, দুয়ারে দিদির দূতের জন্য দলীয় কর্মীদের প্রশিক্ষণ দিতে আয়োজন করা হবে দলীয় কর্মীসভা। কর্মসূচিতে নেতৃত্ব দলীয় কর্মীদের বাড়িতে নৈশভোজ ও রাত্রিযাপন করবেন। দিদির দূতরা ঘরে-ঘরে প্রচার করবেন। প্রত্যেক পরিবারের সদস্যদের অবগত করা হবে সুরক্ষা কবচ সম্পর্কে এবং তাঁদের তথ্য দিদির দূত মোবাইল অ্যাপ্লিকেশনটির মাধ্যমে নথিভুক্ত করবে, যাতে জানা যায় যে, কোন প্রকল্পগুলির পরিষেবা তাঁদের পাওয়ার কথা। তাঁরা পেয়েছেন কিনা ? এইভাবে, জনপ্রতিক্রিয়া সংগ্রহের একটি প্রক্রিয়া শুরু হবে, যার মাধ্যমে ত্বরান্বিত করা যাবে সমস্যা সমাধানের পদ্ধতি এবং প্রত্যেক জেলাবাসীর কাছে এই প্রকল্পগুলির পরিষেবা পৌঁছে সুষ্ঠু ভাবে পৌঁছে দেওয়া যাবে। 

এই কর্মসূচি চলাকালীন ঘরে-ঘরে দিদির দূতেরা প্রচার কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি ও দিদির সুরক্ষা কবচ দেওয়াল ক্যালেন্ডার বিতরণ করবেন। এছাড়া দিদির সুরক্ষা কবচ ডোর স্টিকার ও দেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad