মমতা ব্যানার্জী ঘুরপথে বিজেপি করেছেন, প্রকাশ কারাত এর কথায় আলোড়ন
Bengal Times News, 2 January, 2023
বেঙ্গল টাইমস নিউজ : তৃণমূল মূলত আঞ্চলিক দল। কমিউনিস্টদের দমিয়ে রাখাই এদের উদ্দেশ্য। গণতন্ত্রকে না মানাই এদের রেওয়াজ। দু'বার সরকার চালাবার পর এদের জনবিরোধীতা স্পষ্ট হচ্ছে। ২ জানুয়ারি বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে বক্তব্য রাখতে সি পি আই এমের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত এই কথাগুলি বলেন। এদিন দলের প্রয়াত নেতা তথা পলিটব্যুরোর প্রাক্তন সদস্য নিরুপম সেন এর স্মারক বক্তৃতা দিতে এসে ছিলেন প্রকাশ কারাত। তিনি ছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা মদন ঘোষ, অরিন্দম কোঙার, অমল হালদার, অঞ্জু কর, অচিন্ত্য মল্লিক, অপূর্ব চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন দলের জেলা সম্পাদক সৈয়দ হোসেন। এই সভার আয়োজন করেছিল সিপিএমের পূর্ব বর্ধমান জেলা কমিটি। এদিন শ্রী কারাত আরও বলেন, তৃণমূলের লাগামহীন দুর্নীতি আর বেনিয়ম সামনে আসছে। বিজেপিও বিভিন্ন স্কীমের প্রাপকদের নিয়ে রাজনীতি করে। এখানে আবাস যোজনায় পুরোপুরি গরমিল করেছে।রাজনীতির লুম্পেননাইজেশন করছেন ওরা।
এই শক্তি কখনোই বিজেপির বিরুদ্ধে লড়ার ক্ষমতা রাখে না। এরা এমন একটা বাইনারি কায়েম করতে চায় যাতে বামেরা প্রান্তিক হয়ে যায়। এখানে দুই শক্তির বিরুদ্ধে লড়তে হবে। কারো প্রতি দুর্বল হলে তা বাম আন্দোলনের পক্ষের ক্ষতিকারক হবে। একইসাথে সারা দেশে বিজেপি বড় বিপদ। এদিন তিনি আরো বলেন, এ রাজ্যে বামেরা দুর্বল হওয়াতে গোটা দেশে বামশক্তি দুর্বল হয়েছে। তাই এ রাজ্যে বামশক্তিকে আবার শক্তিশালী করতে হবে।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রকাশ কারাত বলেন, মমতা ব্যানার্জী সরাসরি বিজেপি করেননি কিন্তু ঘুরপথে করেছেন। তিনি সরকারে ছিলেন। বাজপেয়ী সরকারে মন্ত্রী ছিলেন। আর এ রাজ্যে তৃণমূলের কার্যকলাপে বিজেপিরই লাভ হয়েছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, এরাজ্যে সামনের পঞ্চায়েত ভোটে বামশক্তি পুরোপুরিভাবে লড়বে। ভোটের আগে দেখা হবে কী পরিস্থিতি আছে। আগেরবার সন্ত্রাস হয়েছে। মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। এবারে বামেরা তৈরি আছে। আগেরবারের মতো হবে না।
কংগ্রেসের সাথে জোট প্রসঙ্ প্রকাশ কারাত বলেন, ভিন্ন ভিন্ন রাজ্যে পরিস্থিতি ভিন্ন। বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে ভোটের আগে। লোকসভাতেও তাই।