SCROLL

ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতের মেয়েদের বিশ্বজয় # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Paray Sanglap পাড়ায় সংলাপ কর্মসূচীতে পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নের প্রচার ও জনসংযোগে তৃণমূলের জনপ্রতিনিধিরা


 

Paray Sanglap পাড়ায় সংলাপ কর্মসূচীতে পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নের প্রচার ও জনসংযোগে তৃণমূলের জনপ্রতিনিধিরা


Atanu Hazra 
Bengal Times News, 11 January 2026

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানে পাড়ায় সংলাপ কর্মসূচী চলছে জোরকদমে। জনপ্রতিনিধিরা পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নের প্রচারে দুয়ারে দুয়ারে ঘুরছেন। এলাকার মানুষের সঙ্গে কথা বলছেন। মানুষের অভাব অভিযোগও শুনছেন। আজ জামালপুরে পারাতল ১, জৌগ্রাম ও চকদিঘী অঞ্চলে জনসংযোগ করেন জনপ্রতিনিধিরা। পাড়াতল ১ অঞ্চলে ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খাঁন। সঙ্গে ছিলেন শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, জেলা পরিষদের সদস্য শোভা দে, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক,অঞ্চল সভাপতি মৃণাল কান্তি ঘোষ, কর্মাধ্যক্ষ শিপ্রা ওঝা সহ স্থানীয় নেতৃত্বরা। 

প্রথমেই তাঁরা স্থানীয় মনসা বাড়িতে দেবী মায়ের পুজো দেন। পরে পর্বতপুর মোড়ে ছোট্ট করে পথসভার মত করে জনসংযোগ করেন। তারপর বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়নের খতিয়ান মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষদের কাছে তুলে ধরে উন্নয়নের পাঁচালী বই তুলে দেন।

 দূরে কর্মীদের সাথে মধ্যাহ্ন ভোজন সেরে বিকালে আবার বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারেন। জৌগ্রাম অঞ্চলে আজ ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি। সঙ্গে ছিলেন এস টি সেলের জেলা সভাপতি তারক টুডু, প্রধান মল্লিকা মন্ডল, অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মন্ডল সহ অন্যান্যরা। ইলসরা গ্রামে জাহের থানে পুজো দিয়ে সেখানেও বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। মানুষের হাতে উন্নয়নের পাঁচালীর বই তুলে দেন। দুপুরে কর্মীদের নিয়ে মধ্যাহ্ন ভোজন সারেন তাঁরা। চকদীঘি অঞ্চলে আজ উপস্থিত হন সহ সভাপতি ভূতনাথ মালিক। সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, কর্মাধ্যক্ষ জয়দেব দাস, অঞ্চল সভাপতি আজাদ রহমান, প্রধান অসীমা বাগ সহ অন্যান্যরা। 

রঙ্কিনী মাতার পুজো দিয়ে তারপর তাঁরা জনসংযোগ কর্মসূচী শুরু করেন । তাঁরাও বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। সেখানেই কর্মীদের নিয়ে মধ্যাহ্ন ভোজন সারেন। এই ভাবে প্রতিদিন দলীয় নির্দেশে নিরবচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছেন ব্লকের নেতৃত্ব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad