SCROLL

ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতের মেয়েদের বিশ্বজয় # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Providing blankets to 10,000 people জামালপুরে নাগরিক জন কল্যাণ সোসাইটির উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে কম্বল প্রদান



Providing blankets to 10,000 people

জামালপুরে নাগরিক জন কল্যাণ সোসাইটির উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে কম্বল প্রদান 

Atanu Hazra 
Bengal Times News, 22 December 2025
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে একটি জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংস্থা জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটি। যার সভাপতি মেহেমুদ খাঁন। বছরে দু'বার তিনি তাঁর এই সংস্থার মাধ্যমে পুজোর সময় হাজার হাজার মানুষকে নতুন বস্ত্র উপহার ও শীতকালে অসহায় সাধারণ মানুষকে কম্বল উপহার দিয়ে থাকেন। সোমবার নাগরিক জন কল্যাণ সোসাইটির উদ্যোগে জামালপুর নেতাজী ময়দানে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ১০ হাজার মানুষের হাতে প্রবল শীত থেকে বাঁচতে কম্বল তুলে দেন। 

তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত করেন সংস্থার কোষাধ্যক্ষ ভূতনাথ মালিক, তাবারক আলী মন্ডল। শুধু তাই নয় আজকের এই মঞ্চ থেকে জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝির বিধায়ক কোটার কম্বলও বিতরণ করা হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হন কাটোয়ার বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা পরিষদের মেন্টর মহম্মদ ইসমাইল, জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, বিশিষ্ট আইনজীবী তথা ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ, বিশিষ্ট সমাজসেবি জাকির হোসেন, জামালপুরের বিডিও পার্থ সারথী দে, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ জামালপুরের এডিএ বিপাশা দাস সহ সকল প্রধান, উপ প্রধান ও বিশিষ্ট জনেরা।
 মেহেমুদ খাঁন বলেন তাঁর এই ক্ষুদ্র অনুষ্ঠানে যাঁরা এসেছেন তাঁদের তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আর নতমস্তকে প্রণাম জানান যাঁরা আজ এই কম্বল উপহার গ্রহণ করলেন। তিনি বলেন রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই তাঁরা সবাই ছিলেন। মুখ্যমন্ত্রী বার বার নিজে যেমন অসহায় মানুষদের জন্য সর্বদা কিছু করার চেষ্টা করেন তেমনি সকলকে এই কাজ করার জন্য বলেন। তাঁদের অনুপ্রেরণাতেই তিনি এই কাজ করার চেষ্টা করেন মাত্র। যেভাবে কোভিড এর সময় রাজ্যের মূখ্যমন্ত্রী সকলের পাশে দাঁড়িয়েছিলেন সেই দেখে তাঁরাও সেই সময় নিরবিচ্ছিন্ন ভাবে মানুষের বাড়ি বাড়ি খাবার ও খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। এখানে কোনো ধর্মের ভেদাভেদ নাই। 

তিনি বলেন ভগবান, আল্লাহ চাইলে আগামীতে এই ধরনের কাজ তিনি আরো করতে চান। অলক কুমার মাঝি বলেন মেহেমুদ দা বরাবরই এই ধরনের কাজ করে থাকেন আজ এই মঞ্চ থেকে তাঁর কোটার কম্বলও বিতরণ করা হলো। মুখ্যমন্ত্রী তাঁদের হাত দিয়েই সাধারণ মানুষের জন্য শীতের এই উপহার পাঠান। তাঁর খুব ভালো লাগছে এগুলি বিতরণ করতে পেরে।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad