IJA ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এর প্রাণবন্ত মিলন উৎসব
Bengal Times News, 6 December 2025
বেঙ্গল টাইমস নিউজ, বর্ধমান : ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (আইজেএ) পূর্ব বর্ধমান জেলা শাখা শনিবার বর্ধমান লায়ন্স ক্লাবের সভা কক্ষে মিলন উৎসবের আয়োজন করে। কথায়, কবিতায়, গানে ভাববিনিময়ের মাধ্যমে জমে ওঠে অনুষ্ঠান। স্বতঃস্ফূর্তভাবে সদস্য সাংবাদিকরা সংস্কৃতির মেলবন্ধনে নিজেদের মেলে ধরেন। শ্যামাপ্রসাদ চৌধুরীর কথায়, কবিতায়, গানেরং কোলাজে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় কর্ম সমিতির সদস্য তারকনাথ রায়। সভাপতিত্ব করেন আইজেএ'র জেলা সভাপতি স্বপন মুখার্জী।
ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা কমিটির সাধারণ সম্পাদক অরূপ লাহা স্বাগত ভাষণে সংগঠনের সারা বছরের কর্মসূচি তুলে ধরার সঙ্গে সদস্যদের আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে কথায় কবিতায় গানে অংশ নেন অতিথি শিল্পী ভবতোষ দাস, জয়তী ভৌমিক রাজ্য কমিটির সদস্য আমিনুর রহমান সহ পার্থ চৌধুরী, উদিত সিংহ, প্রদীপ কুমার মন্ডল, সুপ্রকাশ চৌধুরী, কৌশিক চক্রবর্তী, ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য জগন্নাথ ভৌমিক।
অনুষ্ঠানকে প্রাণবন্ত এবং সফল করে তুলতে সদস্যদের মধ্যে বিভিন্ন ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেখ সামসুদ্দিন, অভিজিৎ সাহা, পঞ্চানন দত্ত, প্রসেনজিৎ দত্ত, শীর্ষেন্দু সাধু, সন্তোষ দাস, সোমনাথ ভট্টাচার্য, মনতোষ পোদ্দার, মহঃ খান, অনির্বাণ হাজরা, শান্তনু পাঁজা, পাপাই সরকার সহ অন্যান্যরা।




