SCROLL

ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতের মেয়েদের বিশ্বজয় # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Bharat Sanskriti Utsav ভারত সংস্কৃতি উৎসব শুরু ১৮ ডিসেম্বর, ভারতের ১৮টি রাজ্য সহ ৮টি দেশের প্রায় ৯ হাজার প্রতিযোগী অংশ নেবেন


https://www.facebook.com/share/v/17L5j92JeX/
উদ্যোক্তারা কি বলছেন শুনতে এই লিঙ্কে ক্লিক করুন 
 

Bharat Sanskriti Utsav

 ভারত সংস্কৃতি উৎসব শুরু ১৮ ডিসেম্বর, ভারতের ১৮টি রাজ্য সহ ৮টি দেশের প্রায় ৯ হাজার প্রতিযোগী অংশ নেবেন 


Jagannath Bhoumick 
Bengal Times News, 17 December 2025

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : রাত পোহালেই ১৮ তম ভারত সংস্কৃতি উৎসব ২০২৫ শুরু হচ্ছে। উদ্বোধনের প্রাক মুহূর্তে বর্ধমান টাউন হল ময়দানে এক সাংবাদিক সম্মেলনে উৎসব সম্পর্কে বিস্তারিত জানালেন উৎসব কমিটির সাধারণ সম্পাদক তথা প্রখ্যাত তবলা বাদক পন্ডিত প্রসেনজিৎ পোদ্দার। উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি তথা বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার, কার্যকরী সভাপতি অরূপ দাস, আহ্বায়ক শ্যামল দাস সহ অন্যান্যরা।

সাংবাদিক সম্মেলনে উৎসব কমিটির সাধারণ সম্পাদক প্রসেনজিৎ পোদ্দার জানান, এবছর ভারত সংস্কৃতি উৎসব ১৮ তম বর্ষে পদার্পন করছে। উৎসবের শুভ সূচনা করবেন বর্ধমান রামকৃষ্ণ মিশন সম্পাদক স্বামী অজ্ঞেয়ানন্দ মহারাজ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য প্রফেসর ডঃ সোমা বন্দোপাধ্যায়, অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সাংসদ কীর্তি আজাদ ঝা, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বিডিএ'র চেয়ারপার্সন উজ্জ্বল প্রামানিক, জেলা শাসক আয়েশা রানী এ, জেলা পুলিশ সুপার সায়ক দাস, বর্ধমান পৌরসভার পৌরপতি তথা উৎসব কমিটির সভাপতি পরেশ চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী, বর্ধমান উন্নয়ন সংস্থার সহ চেয়ারপার্সন কাকলি তা গুপ্তা ও আইনুল হক, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল, কলকাতার বালানন্দ ব্রহ্মচারী হাসপাতালের সম্পাদক দীপক সরকার, ইস্ট ওয়েস্ট মডেল স্কুলের সভাপতি ডাঃ এস, কে, দাস, বর্ধমান মডেল স্কুলের পরিচালক অচিন্ত্য মন্ডল প্রমুখ।

১৮ ডিসেম্বর সকাল ৯টায় বর্ধমানের সাহিত্য, নাট্য, সঙ্গীত, নৃত্য, সংস্কৃতি জগতের ব্যক্তিত্ব এবং প্রশাসনিক ব্যক্তিরা সংস্কৃতি চেতনা পদযাত্রায় অংশ নেবেন। এই পদযাত্রা বর্ধমান টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয় শহর পরিক্রমা করবে।

 ১৯শে ডিসেম্বর সকাল ৯টা থেকে রাত ৯ টা পর্যন্ত বর্ধমান টাউন হল ময়দান এর সম্মুখের মঞ্চ (রাধাকৃষ্ণ পোদ্দার মঞ্চ), বর্ধমান টাউন হল ময়দান এর পিছনের মঞ্চ (উদয়শঙ্কর মঞ্চ), রেলওয়ে রঙ্গমঞ্চ (সলিল চৌধুরী মঞ্চ), রাজেন্দ্র ভবন (ভারত রত্ন ভূপেন হাজারিকা মঞ্চ), পান্থশালা (উস্তাদ জাকির হোসেন মঞ্চ), অরবিন্দ স্টেডিয়াম (উস্তাদ রাশিদ খান মঞ্চ), ভারতীয় সংগীত ও নৃত্যকলার প্রতিযোগিতা চলবে, এবছর শুধুমাত্র পূর্ব বর্ধমানে ৪ হাজার ৬৬২ জন প্রতিযোগী অংশগ্রহন করেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, এইবছর ভারত সংস্কৃতি উৎসবের মোট প্রতিযোগীর সংখ্যা ৮ হাজার ৭৭৭ জন। বিশ্বের ৮টি দেশ, (আমেরিকা, জাপান, দুবাই, ভিয়েতনাম, মালয়েশিয়া, শ্রীলংকা, হল্যান্ড এবং রোমানিয়া), ভারতের ১৮ টি রাজ্য এবং পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে প্রতিযোগীরা অংশগ্রহন করছেন।

১৮ তম ভারত সংস্কৃতি উৎসবে প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের মধ্যে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ স্থান অধিকারী প্রতিযোগীদের এক বছরের জন্যে আর্থিক বৃত্তি, নগদ পুরস্কার এবং নিখরচায় বিদেশ ভ্রমণ ও অনুষ্ঠান করবার সুযোগ (এই সুযোগ গুলি বিগত পাঁচ বছর ধরে চলে আসছে)। শুধুমাত্র বর্ধমানে অনুষ্ঠিত ভারত সংস্কৃতি উৎসবে যেসব প্রতিযোগীরা প্রথম স্থান অধিকার করবে তারা কলকাতায় ভারত সংস্কৃতি উৎসবে বিনামূল্যে প্রতিযোগিতায় অংশগ্রহন করার সুযোগ পাবেন।

এছাড়া এবছর ভারত সংস্কৃতি যাত্রা ভিয়েতনাম, দুবাই, থাইল্যান্ড, মালদ্বীপ এ অনুষ্ঠিত হবে। ভারত সংস্কৃতি উৎসবে যারা প্রথম হবে তারা বিনা মূল্যে এই উৎসবে অংশগ্রহন করতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad