Beautiful recitation evening
অগ্রহায়ণের হিমেল সন্ধ্যায় এক সুরম্য অনুষ্ঠান উপহার দিল জীবনতরী আবৃত্তি চর্চা কেন্দ্র
Bengal Times News, 7 December 2025
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : অগ্রহায়ণের হিমেল সন্ধ্যায় এক অনবদ্য অনুষ্ঠানের আয়োজন করেছিল জীবনতরী আবৃত্তি চর্চা কেন্দ্র। শুধু আবৃত্তির জন্যই হল ভর্তি দর্শক-শ্রোতা। পিয়ালী গোস্বামীর ভাবনা ও পরিচালনায় শনিবার 'শব্দেরা কথা বলে' শীর্ষক সুরম্য এই অনুষ্ঠান আয়োজিত হয় বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের রাজেন্দ্র ভবনের সভাকক্ষে। শিশু শিল্পীদের উপস্থাপনা উপস্থিত সকলকে উষ্ণতার আবেশে আবিষ্ট করে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট আবৃত্তি প্রশিক্ষক তথা বেতার ও দূরদর্শন শিল্পী তাপস চৌধুরী। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আবৃত্তিকার নন্দন সিনহা, কাটোয়া বহুবচনের কর্ণধার, বেতার ও দূরদর্শন শিল্পী সুদীপ্ত রায়, বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুনাভ চক্রবর্তী, কবি চিরঞ্জীব ঘোষ, আবৃত্তিকার শিখা সরকার সহ অন্যান্যরা।
এদিনের সন্ধ্যায় দর্শক শ্রোতাদের আনন্দ দেন জীবনতরী আবৃত্তি চর্চা কেন্দ্রের ছাত্র ছাত্রীদের পাশাপাশি আমন্ত্রিতদের মধ্যে শিশু শিল্পী ঐন্দ্রিলা বোস সহ শ্রীমতি আইভি মুখার্জী, সোমালি চৌধুরী, হেমেন্দ্র নাথ সরকার, তাপস চৌধুরীর পরিচালনায় বৈখরী'র শিল্পীরা। শিল্পীদের আবহ মিউজিকে সহযোগিতা করেন সোমনাথ দাস।
সমগ্র অনুষ্ঠানটির উপস্থাপনা দুটি পর্বে পরিবেশিত হয়। প্রথমে ছিল উদ্বোধন পর্ব ও অতিথি সম্মাননা। দ্বিতীয় পর্বে অনুষ্ঠানের উপস্থাপনা ছিল ২০ টি পর্যায়ে। এই পর্বে ছাত্র ছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবিকারাও অংশ গ্রহণ করেন।
শিশু শিল্পীদের অনুষ্ঠান সকলের নজরকাড়ে। প্রথম পর্যায়ে ছিল তিহামি সুলতান, ঐতিহ্য মাজি, সমৃদ্ধ মল্লিক, দেবাঞ্জন ভাদুড়ি, সপ্তর্ষি গোস্বামী। দ্বিতীয় পর্যায়ে অরিঞ্জয় সাহা, সৌরদ্বীপ কোনার, আভিকা ব্যানার্জী, প্রিয়দর্শিনী খাসনবীশ। তৃতীয় পর্যায়ে অগ্নিকা ব্যানার্জী, দিশানী চক্রবর্তী, আদৃতি কোলে, আশ্রিয়া দাস এবং চতুর্থ পর্যায়ে সুদিতি ব্যানার্জী, তৃনাঞ্জন মিশ্র, সৃনিকা রুজ, তানাজ পারভীন, অনুরতি গুহ। এছাড়াও গল্প পাঠ ও আবৃত্তি পরিবেশন করে অনুভব মোদক, অস্মিতা মন্ডল, অনুরণ মোদক, সম্পূর্ণা সামন্ত, আঙ্গিক মিত্র, প্রিদিপ্তা দত্ত, দেবস্মিতা পান্ডা, মাঞ্জিষ্ঠা মজুমদার, মৌসুমী সামন্ত, মিতা ভট্টাচার্য, পাপিয়া চৌধুরী বোস, লোপামুদ্রা ঘোষ, প্রীতি নাগ, ইন্দ্রানী মাল, বিপাশা ব্যানার্জী, রানু দত্ত, সুস্মিতা কেশ, অর্পিতা মজুমদার দাস, ইন্দ্রানী মল্লিক, জ্যোতি রুপা মজুমদার, হিয়া ব্যানার্জী, রীতা ব্যানার্জী, এমিলি দাস, অজন্তা নন্দী।
অভিভাবিকাদের অংশগ্রহণ করেন পৌষালী মোদক, পৃথা মিত্র, পারমিতা মন্ডল, কৃষ্ণ প্রিয়া কর, প্রতিমা সাহা।
অন্যান্যদের মধ্যে ঋতম দে, রৌনক দলুই, আদৃত গুহ, উজ্জ্বয়িনী দাস আবৃত্তি পরিবেশন করে। গল্প পাঠে অংশগ্রহণ করে মাঞ্জিষ্ঠা মজুমদার, সুদিতি ব্যানার্জী, অনুভব মোদক। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন সায়ন্তী হাজরা।
জীবনতরী আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রশিক্ষিকা পিয়ালী গোস্বামী জানান, এটা তাদের দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান। এদিন তাঁর ছাত্র ছাত্রীদের মধ্যে পঞ্চাশ জন অনুষ্ঠানে অংশ নিয়েছে। জীবনতরী আবৃত্তি চর্চা কেন্দ্রে আবৃত্তি শিক্ষার পাশাপাশি ছাত্র ছাত্রীদের মুখের ব্যায়াম, শ্বাস এর ব্যায়াম এবং মেডিটেশন করানো হয়। যাতে ছাত্র ছাত্রীরা খুব সহজে নিজেকে তৈরি করতে পারে।





