SIR এস আই আর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ, মৃতে'র বাড়িতে রাজ্যের মন্ত্রী, তৃণমূলের জেলা সভাপতি সহ নেতৃত্ব
Bengal Times News, 2 November 2025
অতনু হাজরা, জামালপুর : এস আই আর আতঙ্কে পূর্ব বর্ধমানের জামালপুরে নবগ্রাম ওড়িশা পাড়ার বিমল সাঁতরা(৫১) নামে এক ব্যক্তি আত্মহত্যা করলেন । তিনি ছিলেন পরিযায়ী শ্রমিক, তামিলনাড়ুতে কাজের সূত্রে থাকতেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের ছেলে বাপি সাঁতরা জানান, লক্ষ্মী পুজোর আগে তাঁর বাবা ধান রোয়ার কাজে তামিলনাড়ুর তানজিবুর জেলায় গিয়েছিলেন। হাতে সেরকম কাজ না থাকায় চিন্তিত ছিলেন। ফোনে সেই দুশ্চিন্তার কথা বলতেন। তারপর এস আই আর এর কথা শুনে খুবই চিন্তায় পড়ে গিয়েছিলেন। সেই কারণেই তিনি কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন। জেলা প্রশাসনের সহায়তায় শনিবার বিমল সাঁতরার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
খবর পেয়ে এদিন রাতেই তাঁর বাড়িতে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। ছিলেন ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, বিধায়ক অলক কুমার মাঝি, সহ সভাপতি ভূতনাথ মালিক, যুব সভাপতি উত্তম হাজারী, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, বিকাশ পাকড়ে, জয়দেব দাস সহ অন্যান্যরা। জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, বিমল বাবু বাইরে কাজ করতেন এস আই আর এর কথা তিনিও শোনেন। মূলত একটা আতঙ্ক থেকে তিনি আত্মহত্যা করেন। তাঁদের দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে এবং মন্ত্রী স্বপন দেবনাথকে পরিবারের সাথে যোগাযোগ করতে বলেন, সেই জন্য তাঁরা এখানে এসেছেন। তাঁরা পরিবারকে সমবেদনা জানিয়ে তাঁদের সাধ্যমত পরিবারের পাশে থাকার বার্তা দেন। এই মৃত্যুর জন্য তিনি বিজেপি তথা নির্বাচন কমিশনকে দায়ী করেন।
স্বপন দেবনাথ বলেন, সারা রাজ্য জুড়ে একটা ভয়ের পরিবেশ তৈরী করা হচ্ছে। যাদের প্রাণ যাচ্ছে তার দায় কিন্তু নির্বাচন কমিশনকে দিতে হবে। তাঁরা এসে পরিবারকে সমবেদনা জানান। মেহেমুদ খাঁন বলেন, তাঁরা খবর পেয়েই সঙ্গে সঙ্গে জেলায় জানিয়েছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ করেছেন। তাঁরা সর্বতোভাবে ওই পরিবারের পাশে থাকবেন। বিজেপি মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল বলেন তৃণমূল চক্রান্ত করে একটা ভয়ের পরিবেশ তৈরী করতে চাইছে। এটা সেরকম কোনো ব্যাপার নয়। আর যিনি মারা গেছেন তাঁর নাম ভোটার তালিকায় ছিল।



