Eastern Railway
বর্ধমান স্টেশনে যাত্রী পরিবহন সুবিধার জরুরি উন্নতির প্রয়োজনে ডি আর এম -এর কাছে লিখিত আর্জি জানালেন ড্রুক মেম্বার আব্দুল মালেক
Bengal Times News, 13 October 2025
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : বর্ধমান স্টেশনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি এবং যাত্রী পরিবহন সুবিধার জরুরি উন্নতির প্রয়োজনে পূর্ব রেলের ডি আর এম -এর কাছে লিখিত আর্জি জানিয়েছেন ডিভিশনাল রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটির সদস্য আব্দুল মালেক। সেই চিঠির কপি তিনি পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রাণী এ এবং বর্ধমান স্টেশন ম্যানেজার কেও পাঠিয়েছেন।
উল্লেখ্য বর্ধমান স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। আহতদের সাত জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১২ অক্টোবর সন্ধ্যায় স্টেশনের ফুটওভার ব্রিজ থেকে ৪ ও ৫ নম্বর প্লাটফর্মে নামা ওঠার সিঁড়িতে ঘটনাটি ঘটেছে। আসলে ট্রেন ধরতে হুড়োহুড়ি করতে গিয়েই বিপত্তি। কয়েকজন পড়ে যান। তাদের উপরে আরও কিছু মানুষ ছিটকে পড়েন। এই ঘটনায় যাত্রী সাধারণের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। দুর্ঘটনার পর তড়িঘড়ি বর্ধমান স্টেশনে আসেন হাওড়া শাখার ডিআরএম বিশাল কাপুর।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এর দপ্তর থেকে জানানো হয়েছে কী ভাবে ওই ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য পদক্ষেপও করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে ডি আর ইউ সি সি'র সদস্য তথা বেঙ্গল রাইস মিলস এ্যাসোসিয়েশন এর সভাপতি আব্দুল মালেক জানান - বর্ধমান, রাজ্যের অন্যতম ব্যস্ততম রেলওয়ে জংশন হওয়ায়, দিনভর যাত্রীদের তীব্র ভিড়ের সম্মুখীন হতে হয়। ৪ এবং ৫ নম্বর প্ল্যাটফর্মে বিদ্যমান ফুটওভারব্রিজগুলি বর্তমান চাপ সামলাতে অপ্রতুল। আমি বিশেষ ভাবে অনুরোধ করছি যে এই সেতুগুলিকে শক্তিশালী ও সম্প্রসারিত করা হোক এবং যাত্রী চলাচল কার্যকরভাবে বিস্তারের জন্য সমান্তরাল ওভারব্রিজগুলি নির্মাণ করা হোক।
সকল অকার্যকর এসকেলেটর মেরামত করে জরুরি ভিত্তিতে চালু করার জন্যও অনুরোধ জানান, কারণ দীর্ঘ সময় ধরে এগুলোর অব্যবহার যাত্রীদের যানজট এবং অসুবিধাকে আরও বাড়িয়ে তোলে।
আব্দুল মালেক চিঠিতে এই বিষয়গুলি নিয়ে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এর তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং পদক্ষেপ যাত্রীদের নিরাপত্তা এবং আরামকে ব্যাপকভাবে বৃদ্ধি করবে এবং এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনার পুনরাবৃত্তি রোধ করবে বলে উল্লেখ করেন।



