SCROLL

ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতের মেয়েদের বিশ্বজয় # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Eastern Railway বর্ধমান স্টেশনে যাত্রী পরিবহন সুবিধার জরুরি উন্নতির প্রয়োজনে ডি আর এম -এর কাছে লিখিত আর্জি জানালেন ড্রুক মেম্বার আব্দুল মালেক


 

Eastern Railway 

বর্ধমান স্টেশনে যাত্রী পরিবহন সুবিধার জরুরি উন্নতির প্রয়োজনে ডি আর এম -এর কাছে লিখিত আর্জি জানালেন ড্রুক মেম্বার আব্দুল মালেক 


Jagannath Bhoumick 
Bengal Times News, 13 October 2025

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : বর্ধমান স্টেশনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি এবং যাত্রী পরিবহন সুবিধার জরুরি উন্নতির প্রয়োজনে পূর্ব রেলের ডি আর এম -এর কাছে লিখিত আর্জি জানিয়েছেন ডিভিশনাল রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটির সদস্য আব্দুল মালেক। সেই চিঠির কপি তিনি পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রাণী এ এবং বর্ধমান স্টেশন ম্যানেজার কেও পাঠিয়েছেন।

উল্লেখ্য বর্ধমান স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। আহতদের সাত জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১২ অক্টোবর সন্ধ্যায় স্টেশনের ফুটওভার ব্রিজ থেকে ৪ ও ৫ নম্বর প্লাটফর্মে নামা ওঠার সিঁড়িতে ঘটনাটি ঘটেছে। আসলে ট্রেন ধরতে হুড়োহুড়ি করতে গিয়েই বিপত্তি। কয়েকজন পড়ে যান। তাদের উপরে আরও কিছু মানুষ ছিটকে পড়েন। এই ঘটনায় যাত্রী সাধারণের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। দুর্ঘটনার পর তড়িঘড়ি বর্ধমান স্টেশনে আসেন হাওড়া শাখার ডিআরএম বিশাল কাপুর। 

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এর দপ্তর থেকে জানানো হয়েছে কী ভাবে ওই ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য পদক্ষেপও করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে ডি আর ইউ সি সি'র সদস্য তথা বেঙ্গল রাইস মিলস এ্যাসোসিয়েশন এর সভাপতি আব্দুল মালেক জানান - বর্ধমান, রাজ্যের অন্যতম ব্যস্ততম রেলওয়ে জংশন হওয়ায়, দিনভর যাত্রীদের তীব্র ভিড়ের সম্মুখীন হতে হয়। ৪ এবং ৫ নম্বর প্ল্যাটফর্মে বিদ্যমান ফুটওভারব্রিজগুলি বর্তমান চাপ সামলাতে অপ্রতুল। আমি বিশেষ ভাবে অনুরোধ করছি যে এই সেতুগুলিকে শক্তিশালী ও সম্প্রসারিত করা হোক এবং যাত্রী চলাচল কার্যকরভাবে বিস্তারের জন্য সমান্তরাল ওভারব্রিজগুলি নির্মাণ করা হোক।

সকল অকার্যকর এসকেলেটর মেরামত করে জরুরি ভিত্তিতে চালু করার জন্যও অনুরোধ জানান, কারণ দীর্ঘ সময় ধরে এগুলোর অব্যবহার যাত্রীদের যানজট এবং অসুবিধাকে আরও বাড়িয়ে তোলে।

আব্দুল মালেক চিঠিতে এই বিষয়গুলি নিয়ে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এর তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং পদক্ষেপ যাত্রীদের নিরাপত্তা এবং আরামকে ব্যাপকভাবে বৃদ্ধি করবে এবং এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনার পুনরাবৃত্তি রোধ করবে বলে উল্লেখ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad