SCROLL

ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতের মেয়েদের বিশ্বজয় # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

যুক্তরাষ্ট্রের মিশিগান বাংলা প্রেস ক্লাবে সন্মানিত ভারত - বাংলাদেশের সাংবাদিক


 

যুক্তরাষ্ট্রের মিশিগান বাংলা প্রেস ক্লাবে সন্মানিত ভারত - বাংলাদেশের সাংবাদিক


K K Mallick 
Bengal Times News, 24 October 2025

কে কে মল্লিক : স্বপ্ন যখন সত্যি হয় আপন বিশ্বাসে। ভারত - বাংলাদেশে এক যোগে কর্মরত সাংবাদিক সুব্রত আচার্য্য কে সম্মান জানালো আমেরিকার মিশিগান বাংলা প্রেস ক্লাব। কলকাতার সুব্রত আচার্য্য দীর্ঘ সময় ভারত এবং বাংলাদেশের মধ্যে যোগ স্থাপন করা এক বিশিষ্ঠ সাংবাদিক।

 মিশিগান বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ শাহেদুল হক তুলে দেন ফুলের তোড়া, হাজির ছিলেন সাধারন সম্পাদক তোফায়েল রেজা সোহেল, সাংগঠনিক সম্পাদক মৃদুল কান্তি সরকার সহ অন্য সদস্য আশিক রহমান, চিন্ময় আচার্য্য সহ আমেরিকার বিভিন্ন শহরের বাঙ্গালী সাংবাদিকরা। আমেরিকায় অবস্থিত বাংলাদেশের বিশিষ্ঠজনদের মাঝে এক স্বজন হয়ে উঠেছেন। শারদীয়া এবং দীপাবলির মাঝেই তিনি যুক্তরাষ্ট্র সফর করছেন। 

মিশিগান শহর থেকে বিশ্বচলচ্চিত্র নির্মান এর পীঠস্থান হলিউড এর বিভিন্ন পর্যটন স্থান ঘুরে দেখছেন৷ সংবাদ প্রভাতী 'কলকাতা প্রতিনিধি কে দেওয়া টেলিফোন সাক্ষাৎ এ তিনি জানান মিশিগান এর বাংলা প্রেস ক্লাবের অধিকাংশ সদস্যই হলো বাংলাদেশের। সারা রাত জেগে থাকে আমেরিকার লাস ভেগাস, যে শহর হলো বিনোদনের আখড়া। 

শীতের শুরুতেই আমেরিকার প্রতিটি রাস্তার দু ধারের গাছের রঙ যেন হয়ে উঠছে রঙিন৷ অপূর্ব দৃশ্য শোভা পাচ্ছে চারিদিকে। নিউইয়ার্ক সিটি থেকে লস অ্যাঞ্জেলস থেকে সানফ্রান্সিস্কো শহর থেকে নিউজার্সিতে বাঙ্গালী মানেই বাংলাদেশের নাগরিক এবং যাদের আতিথেয়তা এবং ভালোবাসা তার মনে থাকবে দীর্ঘ সময়। সব থেকে আবেগের বিষয় হলো বাংলাটাউনে বাংলায় লেখা ধন্যবাদ। 

 যা দেখে যে কোন বাঙ্গালী বারবার বাংলায় ধন্যবাদ লেখাটি পড়বেন এবং ছবি তুলে রাখবেন। বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রনের হোয়াইট হাউস এর সামনে দাঁড়িয়ে সুব্রতবাবু হয়ে উঠেছেন বাকরুদ্ধ। পাসপোর্ট - ভিসার জটিলতা না থাকলে এই বিশ্বে প্রতিটি নাগরিক বিশ্বের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখতেন এই পৃথিবী কতটা সুন্দর, প্রকৃতির রং কত পরিবর্তন হয় সময়ের সাথে সাথে। সুব্রত'র জন্ম বাংলাদেশে। বিদ্যালয়ের পাঠ শেষ করার আগেই চলে আসেন কলকাতায়। সাংবাদিকতা নিয়ে দুই বাংলায় এক যোগে কাজ করছেন। যুক্তরাষ্ট্রের মিশিগান বাংলা প্রেস ক্লাবে সন্মানিত হওয়াকে জীবনের অন্যতম এক সেরা মূহুর্ত বলেই মনে করেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad