তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী থেকেই জামালপুরে ভোটের প্রচারে নেতৃত্ব
Bengal Times News, 14 October 2025
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জৌগ্রাম ও আঝাপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হলো আজ। বিজয়া সম্মেলনী থেকেই বাংলার মুখ্যমন্ত্রীর ভাবনা ও রাজ্যের উন্নয়নের নিরিখে দলীয় প্রার্থীকে বিগত নির্বাচনের থেকেও বেশি ভোটে জয়ী করার আহ্বান জানান তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান।
প্রসঙ্গত তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের নির্দেশে জামালপুর ব্লকের প্রতিটি অঞ্চলেই অনুষ্ঠিত হচ্ছে বিজয়া সম্মেলনী। চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। মঙ্গলবার আয়োজিত বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খাঁন ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, যুব সভাপতি উত্তম হাজারী, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, দুই প্রধান মল্লিকা মন্ডল ও কাশীনাথ হেমব্রম, দুই অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মন্ডল ও ডাঃ প্রতাপ রক্ষিত সহ অন্যান্যরা।
দুটি জায়গাতেই প্রচুর সংখ্যায় তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছিলেন। মেহেমুদ খাঁন বলেন দলীয় কর্মীরাই দলের সম্পদ কর্মীরা আছে বলেই আজ তাঁরা আছেন। তিনি বলেন রাজ্যের মূখ্যমন্ত্রী সারা রাজ্যে উন্নয়নের জোয়ার এনেছেন। রাজ্যের প্রতিটি মানুষ উপকৃত হচ্ছেন এর দ্বারা। তাই এবার সকলে মিলে একজোট হয়ে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াতে হবে। সামনেই বিধানসভা ভোট। তাই সকলকে একজোট হয়ে কাজ করতে হবে। সিপিএম , বিজেপি আসবে ভোট চাইতে। চক্রান্ত করার চেষ্টা করবে। সে সব ব্যর্থ করে দলীয় প্রার্থীকে রেকর্ড ভোটে জেতাতে হবে।
বিধায়ক অলক কুমার মাঝি বলেন রাজ্যের মূখ্যমন্ত্রী যেভাবে রাজ্যে কাজ করে চলেছেন তার সুফল আমরা সবাই ভোগ করছি। রাজ্যের এমন কোনো পরিবার নেই যাঁরা মুখ্যমন্ত্রীর কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। তাই আগামী বিধানসভা ভোটে দলের প্রার্থীকে এখান থেকে জিতিয়ে মুখ্যমন্ত্রীকে উপহার দিতে হবে।






