TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘পুজোর বাজার’, ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার রাত রাত ১০ টায়
Bengal Times News, 20 September 2025
বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : রাত পোহালেই মহালয়া। পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের সূচনা। দোরগোড়ায় বাংলার সবচেয়ে বড় উৎসব। আর পুজো মানেই নতুন জামা, নতুন জুতো। খরিদ্দারদের ভিড় উপচে পড়ছে শহর থেকে শহরতলির দোকানে দোকানে। কিন্তু বাঙালির কেনাকাটার অভ্যাস কি বদলে দিল অনলাইন? হাতিবাগান- নিউমার্কেট কিংবা গড়িয়াহাটের সাবেক দোকানগুলোয় ভিড় কি কমছে? সব মিলিয়ে কোথায় দাঁড়িয়ে পুজোর অর্থনীতি? যে পুজো অনুদান ঘিরে রাজনীতির দড়ি টানাটানি চলছে, সেই অনুদান কি অক্সিজেন জোগায় রাজ্যের অর্থনীতিকে? পুজোর পাঁচ দিনের কেনাকাটা মুখে হাসি ফোটায় হাজার হাজার ছোট-মাঝারি দোকানির? সেই উত্তরের খোঁজে বিশেষজ্ঞদের মতামত ও গ্রাউন্ড জিরো রিপোর্টিং সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘পুজোর বাজার’। ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার রাত ১০ টায়।