দশভুজার দশটি হাতেই রয়েছে অস্ত্র? কে দিয়েছিলেন দেবীকে সেই অস্ত্র ?
Bengal Times News, 28 September 2025
বেঙ্গল টাইমস নিউজ : মা দুর্গার দশ হাত। প্রতিটি হাতে রয়েছে অস্ত্র এবং মাঙ্গলিক জিনিস। কিন্তু কোন কোন দেবতা অসুর নাশিনী জগজ্জননী মা দুর্গাকে কোন অস্ত্র দিয়েছেন। পুরানে বর্ণিত আছে স্বয়ং বিষ্ণু দিয়েছেন চক্র। প্রজাপতি ব্রহ্মা দিয়েছেন পদ্ম। মহাদেব দিয়েছেন ত্রিশূল। বরুণ দেব দিয়েছেন শঙ্খ। দেবরাজ ইন্দ্র দিয়েছেন বজ্র। যমরাজ দিয়েছেন গদা। পবন দেব দিয়েছেন তীর ধনুক। গণেশ দিয়েছেন খড়গ বা তলোয়ার। দেবরাজ ইন্দ্রের বাহন ঐরাবত দিয়েছে ঘণ্টা। নাগপাশ দিয়েছেন শেষনাগ। দশ প্রহরণ ধারিনী এভাবেই পেয়েছেন রণাঙ্গনের সাজ।