শারদ উৎসব উপলক্ষে জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির উদ্যোগে ৫ হাজার মানুষকে বস্ত্র প্রদান
Bengal Times News, 20 September 2025
অতনু হাজরা, জামালপুর : আসন্ন শারদীয়া দুর্গা পূজা উপলক্ষে প্রীতি উপহার হিসাবে ৫০০০ হাজার মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলো জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির সভাপতি মেহেমুদ খাঁন। এই উপলক্ষ্যে জামালপুর বাসস্ট্যান্ডে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানে ব্লকের ১৩ টি অঞ্চল থেকে ৫ হাজার মানুষ উপস্থিত হন এই প্রীতি উপহার গ্রহণ করার জন্য। এই মানুষগুলোর হাতে এই প্রীতি উপহার তুলে দিতে উপস্থিত ছিলেন জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার, জেলা পরিষদের মেন্টর মহম্মদ ইসমাইল, জেলা ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ, বিধায়ক অলক কুমার মাঝি, সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, জেলা সভানেত্রী নীলা মুন্সী, দেবু টুডু, তারক টুডু,পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, বিডিও পার্থ সারথী দে, বিডিও রাহুল বিশ্বাস, পুলিশের সি আই বিশ্বজিৎ মন্ডল, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ ও সকল প্রধান উপ প্রধান , দলের শাখা সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতিরা সহ অন্যান্যরা।
জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটি এমন একটি স্বেচ্ছাসেবী সংস্থা যাঁরা বছরের বিভিন্ন সময়ে নানা ভাবে মানুষের পাশে থাকেন। করোনা কালে তাঁরা সমগ্র ব্লক জুড়ে হাজার হাজার মানুষকে বা পরিবারের হাতে খাবার তুলে দিয়েছেন। আবার একটানা সাতদিন ধরে শুধু মহিলাদের রক্তদান শিবির করেছেন।রমজান মাসে প্রায় ৫ হাজার মানুষকে ইফতার করিয়েছেন, তুলে দিয়েছেন খাদ্য সামগ্রী, এই ভাবে বিভিন্ন সময় তাঁরা মানুষের পাশে দাঁড়ান। মহকুমা শাসক তাঁর বক্তব্যে মেহেমুদ খাঁনের ভুয়সী প্রশংসা করেন। তিনি বলেন শুধুমাত্র এই বস্ত্র দান নয় ব্লকের যেকোনো সমস্যায় বিশেষ করে বন্যার সময় তিনি যেভাবে প্রশাসন কে সাহায্য করেন তার কোনো তুলনা নাই। রাসবিহারী হালদার তাঁর বক্তব্যে মেহেমুদ খাঁনের উদ্যেশ্যে বলেন এমন কাজ উনি সারা বছর ধরেই করে যান। এর জন্য তিনি ওনাকে বিশেষ ধন্যবাদ জানান। স্বরাজ ঘোষ এলাকাবাসীকে এই সমাজসেবক মেহেমুদ খাঁনের পাশে থাকার আবেদন করেন। সি আই সাহেব এই রকম একটি মহতী অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানান। বিধায়ক অলোক মাঝি তিনিও আলাদা ভাবে মেহেমুদ খাঁনের প্রশংসা করেন। মেহেমুদ খাঁনের সব সময়ের সাথী ভূতনাথ মালিক বলেন মেহেমুদ খাঁন বলেই এত বড় অনুষ্ঠান করা সম্ভব। আর যিনি এই অনুষ্ঠানের হোতা সেই মেহেমুদ খাঁন বলেন তিনি ধন্য যে তাঁর হাত থেকে এই মানুষেরা উপহার গ্রহণ করেছেন। তিনি নিজেকে ধন্য মনে করছেন। তিনি বলেন উপরওয়ালা তাঁকে দিয়ে এই কাজ করিয়ে নিচ্ছেন। তিনি ধন্যবাদ জানান তাঁদের যাঁরা তাঁকে এই ৫ হাজার বস্ত্র দানে সাহায্য করেছেন নিজেরা প্রচারের বাইরে থেকে। তিনি সকলকে আগাম আসন্ন দুর্গাপূজার শুভেচ্ছা জানান। সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেন জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির সম্পাদক ভুতনাথ মালিক।