রোটারী ক্লাব অব বর্ধমানের উদ্যোগ : নেশন বিল্ডার অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত ৯ জন শিক্ষক-শিক্ষিকা
Bengal Times News, 19 September 2025
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : নেশন বিল্ডার অ্যাওয়ার্ড-২০২৫ সম্মানে ভূষিত পূর্ব বর্ধমানের ৯ জন শিক্ষক-শিক্ষিকা। ১৮ সেপ্টেম্বর রোটারী ক্লাব অব বর্ধমানের পক্ষ থেকে সান্ধ্যকালীন এক মনোজ্ঞ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। রোটারী ক্লাব অব বর্ধমানের সভাপতি ডাঃ সইদা পারভীন এর সভাপতিত্বে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের কাজ শুরু হয়। ছিলেন ক্লাবের সম্পাদক ডাঃ সুজন সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ মৌসুমী ব্যানার্জী। রোটারী ক্লাব অব বর্ধমানের পক্ষ থেকে সভাপতি ডাঃ সইদা পারভীন এবং রোটারিয়ান চুয়া পাঁজা প্রিন্সিপাল ডাঃ ব্যানার্জীকে উত্তরীয় ও প্রীতি উপহার দিয়ে সম্মানিত করেন।
তাঁর উপস্থিতিতেই বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের শিক্ষক অভিজিৎ ঘোষ, বর্ধমান রেলওয়ে বিদ্যাপীঠ এর শিক্ষক অরূপ কুমার সাহা, ভারতী গার্লস স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা ডঃ শাশ্বতী চট্টোপাধ্যায়, কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সুপর্ণা (সেন) মন্ডল, উদয়পল্লী শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রিঙ্কু কোলে পাঠক, বিজয়বাটি এফ.পি.স্কুলের শিক্ষিকা রুম্পা দাস, বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয় (মর্নিং) এর শিক্ষিকা শম্পা মুখার্জী, কাঞ্চননগর ডি এন দাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষিক অনুপ কুমার দত্ত এবং আজাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিক ডঃ উৎপল অধিকারী-কে নেশন বিল্ডার অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তথা গাছ মাস্টার অরূপ চৌধুরী সহ রোটারী ক্লাব অব বর্ধমানের প্রাক্তন সভাপতি গৌতম তা, ডাঃ মামুদ হোসেন এবং অন্যান্য রোটারিয়ানরা উপস্থিত ছিলেন।