মা-বাবার সাথে ঘুমন্ত অবস্থায় শিশু নিখোঁজের ঘটনায় তীব্র চাঞ্চল্য
Bengal Times News, 24 July 2025
সাধন মন্ডল, বাঁকুড়া : এক শিশু রহস্যজনকভাবে নিখোঁজের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া সদর থানা এলাকার বগা গ্রামে। রাতে মা-বাবার সঙ্গে বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় ওই শিশু নিখোঁজ বলে জানা যায় শিশুটির বয়স এক বছর চার মাস।
বগা গ্রামের বাসিন্দা পেশায় দিন মজুর প্রশান্ত বাউরী ও তার স্ত্রী গৃহবধূ মনি বাউরীর দাবি বৃহস্পতিবার ভোর চারটা নাগাদ তারা দেখেন ছোটো মেয়ে উধাও! এই খবর জানাজানি হতেও প্রচুর মানুষ ওই বাড়িতে হাজির হন। খবর পেয়ে পুলিশ কর্মীদের নিয়ে গ্রামে পৌঁছান বাঁকুড়া সদর থানার আইসি।
'নিখোঁজ' ওই শিশুর বাবা প্রশান্ত বাউরী, মা মনি বাউরীদের দাবি, প্রচণ্ড গরমের কারণে বাড়ির দরজা খোলা রেখেই রাতে তারা ঘুমিয়েছিলেন। রাত্রি দেড়টা পর্যন্ত তারা মনসা মেলায় ছিলেন রাত পর্যন্ত সব ঠিক ঠাক থাকলেও ভোরে দেখেন ছোটো মেয়ে উধাও! এই অবস্থায় মেয়ের রহস্যজনক নিখোঁজের ঘটনায় মানসিকভাবে তারা ভেঙ্গে পড়েছেন। যেকোনমূল্যে মেয়েকে খুঁজে পাওয়ার আকুল প্রার্থণা জানিয়েছেন তারা।
এই ঘটনায় আতঙ্কিত গ্রামের মানুষ। তাদের একাংশের অনুমান 'কেউ বা কারা ওই শিশু সন্তানটিকে চুরি করে নিয়ে গেছে' বলে তারা অনুমান করছেন বলে জানিয়েছেন। গ্রামবাসী সহ মামনি র দাবি গ্রামে প্রচুর ফেরিওয়ালা আসেন। আমরা বুঝতে পারছি না কে আমাদের প্রাণের শিশুটিকে নিয়ে পালিয়ে গেল ?