SCROLL

গুজরাটের আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু # আইনমন্ত্রী মলয় ঘটকের পরিবর্তে তৃণমূলের লিগ্যাল সেলের দায়িত্বে চন্দ্রিমা ভট্টাচার্য # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

HS Topper উচ্চমাধ্যমিক ২০২৫ : রাজ্যে প্রথম বর্ধমান সিএমএস হাই স্কুলের ছাত্র রূপায়ণ পাল


 

HS Topper 


উচ্চমাধ্যমিক ২০২৫ : রাজ্যে প্রথম বর্ধমান সিএমএস হাই স্কুলের ছাত্র রূপায়ণ পাল


Jagannath Bhoumick 
Bengal Times News, 7 May 2025

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : উচ্চ মাধ্যমিক ২০২৫ পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সিএম এস হাইস্কুলের ছাত্র রূপায়ন পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ)। উল্লেখ্য উচ্চমাধ্যমিকে প্রথম দশে রয়েছে ৭২ জন। এর মধ্যে প্রথম রূপায়ন পাল। দ্বিতীয় হয়েছে তুষার দেবনাথ। কোচবিহার জেলার বাকশিরহাট হাই স্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। তৃতীয় স্থানে রয়েছে রাজর্ষি অধিকারী। হুগলি জেলার আরামবাগ হাই স্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৫।

রাজ্যে দশের মেধা তালিকায় পূর্ব বর্ধমান জেলা থেকে প্রথম ছাড়াও আরো ৬ জন‌ রয়েছে। তাদের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে দুজন। ঋদ্ধিত পাল ( কাটোয়া কাশীরাম দাস ইন্সটিটিউশন এবং কুন্তল চৌধুরী (ভাতাড় এম পি ইন্সটিটিউশন)। ষষ্ঠ স্থানে রয়েছে দুজন। জয়দীপ পাল, মেমারি ভি এম ইন্সটিটিউশন (ইউনিট ১) এবং দেবদত্তা মাঝি (কাটোয়া ডি ডি সি গার্লস হাই স্কুল)। সপ্তম শুভম পাল বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল এবং দশম অর্ক ব্যানার্জী বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad