DRUCC
হাওড়া ডিভিশনে রেলওয়ে ব্যবহারকারীদের পরামর্শদাতা কমিটির সদস্য পদে বর্ধমানের আব্দুল মালেক, যাত্রী সাধারণের সুবিধার্থে একগুচ্ছ দাবিসনদ পেশ
Bengal Times News, 9 May 2025
জগন্নাথ ভৌমিক, কলকাতা : পূর্ব রেলের হাওড়া ডিভিশনে রেলওয়ে ব্যবহারকারীদের পরামর্শদাতা কমিটির (ডিআরইউসিসি) সদস্য হলেন বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালেক। এছাড়াও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ ঝা'র রেকমেন্ডেড প্রতিনিধি হিসেবে রয়েছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল। ৮ মে ওই কমিটির ১৬৬ তম সভা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পূর্ব রেলের হাওড়া বিভাগীয় রেলওয়ে ম্যানেজার সঞ্জীব কুমার সহ পরামর্শদাতা কমিটির সদস্যরা এবং রেলের অন্যান্য আধিকারিকরা।
বৃহস্পতিবার রেলওয়ে ব্যবহারকারীদের পরামর্শদাতা কমিটির (ডিআরইউসিসি) সভা থেকে যাত্রী সাধারণের সুবিধার্থে আব্দুল মালেক একগুচ্ছ দাবিসনদ পূর্ব রেলের হাওড়া বিভাগীয় রেলওয়ে ম্যানেজার সঞ্জীব কুমার এর হাতে তুলে দিয়েছেন।
দাবিগুলোর বিষয়ে রেলওয়ে ব্যবহারকারীদের পরামর্শদাতা কমিটির সদস্য আব্দুল মালেক বলেন, মালদা প্যাসেঞ্জার ট্রেনটি বন্ধ (53417)। যে ট্রেনটি কোভিড সময়ের আগে চলতো। প্রতিদিনের যাত্রীদের, বিশেষ করে সমাজের দুর্বল অংশগুলির একটি লাইফলাইন ছিল। এটি বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। তিনি হাওড়া বিভাগীয় রেলওয়ে ম্যানেজারকে অনুরোধ করেছেন এই ট্রেনটি পুনরায় চালু করা হোক। দ্বিতীয়তঃ কাটোয়া লাইনে ট্রেন পরিষেবার আরও বাড়ানো প্রয়োজন। সকাল ৯টা ৩৫ মিনিটের ট্রেন ছেড়ে যাবার পর দুপুর দুটোয় ট্রেন । প্রায় সাড়ে চার ঘণ্টা কোনও ট্রেন নেই। এই সময়ের মধ্যে দুটি ট্রেনের দাবি জানিয়েছেন।
ডিআরইউসিসি'র সদস্য আব্দুল মালেক বর্ধমান স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজের দাবি করেছেন। তিনি বলেন, বর্ধমান স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ না থাকাটা অযৌক্তিক। এই ট্রেনে যাতায়াত করতে ইচ্ছুক অনেক যাত্রীর কোন উপায় নেই। আমি বন্দে ভারত এক্সপ্রেসকে বর্ধমান স্টেশনে থামানোর আবেদন করেছি, এক মিনিটের জন্য হলেও।
বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি তথা পরামর্শদাতা কমিটির সদস্য আব্দুল মালেক রাইস মিলিং সেক্টরের জন্য মিনি রেক পরিষেবা এবং ছোট ওয়াগন পরিষেবা চালুর দাবি জানিয়েছেন। এর ফলে শুধু রেলওয়ের রাজস্বই বাড়বে না, রাইস মিল শিল্পের বিকাশও ঘটবে। তিনি বলেন, এই অঞ্চলে চালের ব্যবসা ও শিল্পের বিকাশে সহায়তা করার জন্য এই জাতীয় শিল্পবান্ধব পরিষেবা চালু করার অনুরোধ করেছি।
জানা গেছে, পূর্ব রেলের হাওড়া বিভাগীয় রেলওয়ে ম্যানেজার সঞ্জীব কুমার সামগ্রিক দাবিগুলো খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।