কল আছে, জল নেই : তীব্র গরমে পানীয় জলের সঙ্কটে নাজেহাল গ্রামবাসী
Bengal Times News, 10 May 2025
সৈয়দ আবু জাফর, নাদনঘাট : কল আছে, কিন্তু জল নেই। তীব্র জল সংকটে নাজেহাল নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত পারুল ডাঙ্গা গ্রামের মানুষজন। এই অস্বস্তিকর গরমে যখন জলের প্রয়োজন সবচেয়ে বেশি সেই সময়েই কল খারাপ হয়ে তীব্র জল সংকটের মুখে পড়েছেন পারুল ডাঙ্গা এলাকার বাসিন্দারা। এখানে নল বাহিত এবং নলকূপ উভয় প্রকার কলই আছে কিন্তু তা বিগত এক মাস ধরে খারাপ হয়ে পড়ে আছে।
বলাই বাহুল্য এই এলাকাটির বেশিরভাগ মানুষই দারিদ্র সীমার নিচে বসবাস করে। তাদের নিজেদের বাড়িতে কল বসানোর মত সামর্থ্যও নেই। অগত্যা পঞ্চায়েতের থেকে বসানো কলের জলই তাদের একমাত্র ভরসা।এমনিতেই তীব্র গরমে সাধারণ মানুষের দুর্বিষহ অবস্থা। তার উপর একমাস ধরে কল খারাপ হয়ে এলাকার বাসিন্দারা প্রবল জলকষ্টে ভুগছেন। পঞ্চায়েতে বার বার জানানোর পরেও এখন পর্যন্ত কল ঠিক করা হয়নি। কখনও লোকের বাড়ি থেকে চেয়ে চিনতে জল এনে আবার কখনো দূরের কোন কল থেকে জল এনে কোনরকমে প্রয়োজন মেটাচ্ছেন বলে জানান তারা। অবিলম্বে কল সারিয়ে দেওয়ার দাবি জানান এলাকার বাসিন্দারা।