২৫ শে বৈশাখে কবি প্রণাম আয়োজনে বর্ধমান সঙ্গীত সমাজের সুরম্য নিবেদন
Bengal Times News, 9 May 2025
বেঙ্গল টাইমস নিউজ, বর্ধমান : ২৫ বৈশাখ, চির নূতনের ডাক। এই দিনে শহর বর্ধমানে প্রতি বছর বড় আঙ্গিকে কবি প্রণামের আয়োজন করে বর্ধমান সঙ্গীত সমাজ। এবছরও তার ব্যতিক্রম হয়নি। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল 'সংবাদ প্রভাতী' পত্রিকা, আলাপ, ঐকতান ও সরলরেখা। সম্প্রচার সহযোগিতায় বি এইচ আই চ্যানেল। টাউন হল সংস্কার কাজের জন্য এবছর বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে অনুষ্ঠান হয়। সকাল সাড়ে সাতটায় সঙ্গীত সমাজের শিল্পীদের গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়।
বর্ধমান সঙ্গীত সমাজের সভাপতি বিমলানন্দ রায় এর প্রাককথনের পর মূল অনুষ্ঠান শুরু হয়।
এবার ২৫ বৈশাখের প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানে একক সঙ্গীতানুষ্ঠানে অংশ গ্রহণ করেন স্বাতী তেওয়ারী, শান্তনু চক্রবর্তী, মানব বন্দ্যোপাধ্যায়, শুভ্রা দাস, বর্ণালী কুন্ডু, রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, নন্দিনী দত্ত, আরাত্রিকা ভট্টাচার্য, মিতালী পাঁজা, শর্মিতা সামন্ত রায়, প্রমা চৌধুরী, প্রগতি মুখোপাধ্যায়, শম্পা কোনার, সঞ্জয় ঘোষ, শমী চক্রবর্তী, অপর্ণা বিশ্বাস চট্টোপাধ্যায়, পলাশ দাস, অনন্যা দত্ত, দেবব্রত সামুই, সৌমিলি বসু, তাপস চট্টোপাধ্যায়, জিনা আগরওয়াল, পলাশ হাজরা, লক্ষ্মী শেঠ সহ অন্যান্যরা।
সম্মেলক সঙ্গীত পরিবেশনায় অংশ গ্রহণ করে আনন্দগান, তবলা তরঙ্গ সঙ্গীত একাডেমী, সরলরেখা, সুরঙ্গনা, সতীপ্রসাদ সঙ্গীত একাডেমী, ঐকতান সহ অন্যান্য সংস্থার সদস্যরা।
পাঠ ও আবৃত্তিতে অংশ নেন ললিত কোনার, অনুপম চট্টোপাধ্যায়, প্রবীর হালদার, সোমা রায় প্রমুখ।
শিল্পীদের যন্ত্রানুষঙ্গে সহযোগিতা করেন মানিক মজুমদার, অরুন দাস, আহিরী দাস, অনুপম রায়, সন্দীপ দেবনাথ।
সমগ্র অনুষ্ঠানটির ভাবনা ও নির্মাণে ছিলেন বর্ধমান সঙ্গীত সমাজের সভাপতি বিমলানন্দ রায়, সম্পাদক শান্তনু চক্রবর্তী সহ মানব বন্দ্যোপাধ্যায়, রাজেশ হালদার, জগন্নাথ ভৌমিক, কিংশুক রায়, দীপক দে সহ অন্যান্যরা।